বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ জন নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা বর্তমানে কক্সবাজারের উখিয়ার কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থান করছেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৮ নভেম্বর) সকালে চাকমা এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের এসব মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বিষয়টি ইতোমধ্যে উর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। প্রশাসন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।
অনুপ্রবেশকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে তাদের বসবাসের পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রাণ বাঁচাতে তারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই কৃষি ও জুম চাষ করে জীবিকা নির্বাহ করতেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের নিরাপত্তার জন্য বিজিবি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এদিকে, উপজেলা প্রশাসন ও সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি পরিস্থিতি পর্যালোচনা করে তাদের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে, অনুপ্রবেশকারীদের মানবিক সহায়তা এবং আইনগত দিক বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মিয়ানমারের চলমান অস্থিরতার প্রভাব সীমান্ত এলাকায় বাংলাদেশকে আরো সতর্ক অবস্থানে নিয়ে যেতে বাধ্য করছে।