চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বোয়ালখালী প্রেসক্লাবের কার্যালয়ে আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সভাপতি হিসেবে মোঃ সিরাজুল ইসলামকে (দৈনিক যুগান্তর) ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন চৌধুরীকে (সিপ্লাসটিভি) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট সেলিম চৌধুরী (দৈনিক সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ (বিজয়টিভি), সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী (দৈনিক স্বাধীন সংবাদ), দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন (দৈনিক কালের কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদ হাসান (দৈনিক কালবেলা) এবং এস এম মঞ্জুর আলম (দৈনিক আজাদী), লোকমান চৌধুরী (বাংলা টিভি), অধীর বড়ুয়া (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), এমরান চৌধুরী (বাংলা টিভি) কার্যনির্বাহী সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ছাড়া প্রেসক্লাবের সাধারন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, শাহ আলম বাবলু, খোরশেদ আলম (বাংলাদেশ সমাচার), খোরশেদুল আলম (সিএনএন বাংলাদেশ) প্রমুখ নেতৃবৃন্দ।