শুরুতে বিশ্রাম দেওয়া হলেও দ্বিতীয় ওয়ানডেতে ফেরানো হলো হাসান মাহমুদকে। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টির আগে তরুণ পেসারকে দলে নিল বাংলাদেশ।
বিবৃতি দিয়ে শুক্রবার হাসানের অন্তর্ভুক্তির খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বঘোষিত দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।
অধিনায়ক সাকিব আল হাসানসহ ৬ জনকে বিশ্রাম দিয়ে ঘোষণা করা হয়েছিল প্রথম দুই ওয়ানডের দল। বিশ্রাম তালিকায় ছিলেন একাদশের নিয়মিত তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান।
অন্য দুজনের বিশ্রাম চলতে থাকলেও ফেরানো হলো হাসানকে। চলতি বছর ৯ ওয়ানডে ইনিংসে বোলিং করে ১৬ উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে ১৫ ইনিংসে তার শিকার ২৪টি।
হাসানের অন্তর্ভুক্তিতে দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে পেসার সংখ্যা বেড়ে হলো চার জন। অন্য তিন জন- মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৈয়দ খালেদ আহমেদ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার হবে দ্বিতীয় ওয়ানডে।
দ্বিতীয় ম্যাচের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ।