চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজার এলাকায় প্রেমের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে সর্বস্ব হাতিয়ে নেয়ার পর- জানাজানির ভয়ে ওই ব্যক্তিকে দুইতলার ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।
৯৯৯ নম্বরে ফোন পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় রুনা আক্তার প্রকাশ বিলু (৩৫) ও তার সহযোগী ইব্রাহীম খলিলুল্লাহ প্রকাশ মিজান (৫০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুইজন স্বামী-স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ মে) পাহাড়তলী বাজারস্থ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পার্শ্বে সুলতান সাহেবের এক তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ছাদ থেকে রনজিৎ দত্ত নিলক (৫৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
গতকাল রোববার বিকেল ৩টার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া। এর আগে, গত শনিবার রাত ১১টার দিকে অভিযুক্ত রুনা আক্তারকে এবং গতকাল দুপুরে তার কথিত স্বামী ইব্রাহিম খলিলুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত নিলক জিসকা ফার্মাসিউটিক্যালসে সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি পটিয়া জেলায়। তিনি পরিবার নিয়ে পাহাড়তলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কিছুদিন আগে তার সাথে পরিচয় হয় রুনা আক্তারের (৩৫) সঙ্গে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রুনা প্রেমের ফাঁদে ফেলে রনজিততে কব্জা করার চেষ্টা করেন। রনজিত নিয়মিত রুনার বাসায় যাতায়াত করতেন।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জরুরি সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে ডবলমুরিং থানা পুলিশ জানতে পারে যে, পাহাড়তলী বাজারস্থ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পার্শ্বে সুলতান সাহেবের ১তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ছাদে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক থানার টহল টিমে দায়িত্বরত উপপরিদর্শক সোগকে খবর পৌঁছানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। পরে নিহতের পরিচয় শনাক্তের জন্য সিএমপির বিভিন্ন থানায় ছবিসহ বেতার বার্তা প্রেরণ করেন।
এর আগে ৯ মে নিহতের স্ত্রী শিপ্রা মজুমদার (৪৯) তার স্বামীকে খুঁজে না পেয়ে নগরীর পাহাড়তলী থানা ও আকবরশাহ থানায় যোগাযোগ করেন। পরে জানতে পারেন ডবলমুরিং থানা পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন। পরে তিনি থানায় এসে মরদেহটি তার স্বামী বলে শনাক্ত করেন।
ক্লুলেস এই মার্ডার মামলার তদন্তে নামে পুলিশ, বিশ্বস্ত সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মামলা রুজু হওয়ার ৮ ঘন্টার মধ্যে আর হত্যার আনুমানিক ২৪ ঘণ্টার মধ্যে শনিবার রাত ১১টার সময় হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামি রুনা আক্তার প্রকাশ পিংকি প্রকাশ বিলুকে (৩৫) নগরীর পাহাড়তলী এলাকার বাসা হতে গ্রেপ্তার করেন। পরে আসামি রুনা আক্তারের দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার তার সহযোগী আসামী কথিত স্বামী ইব্রাহীম খলিলুল্লাহ প্রকাশ মিজানকে(৫০) নগরীর দেওয়ানহাট এলাকা হতে গ্রেপ্তার করেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. রফিক বলেন, ঘটনার দিন রনজিৎ দত্ত নিলক রুনা আক্তারের বাসায় যায়। সেখানে তাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে তার কাছে থাকা ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে নেয়। উক্ত নেশা জাতীয় দ্রব্য সেবনে রনজিৎ অচেতন হয়ে পড়লে আসামীদ্বয় তাকে পাশের একটি বিল্ডিংয়ের ছাদে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে।
চট্টগ্রামনিউজ/ এসডি/