চকরিয়ায় বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল (শুক্রবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ বাংলা বর্ষবরণ উপলক্ষে উপজেলায় বসবাসকারী পাহাড়ি,বাঙ্গালী সকলেই বর্ণিল সাজে সজ্জিত হয়ে সম্প্রিতির মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ।
শোভাযাত্রাটি উপজেলা কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চকরিয়া উপজেলা মিলায়তন “মোহনা”য় গিয়ে শেষ হয়।
এদিকে মঙ্গল শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন অডিটোরিয়াম” মোহনা”য় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামান, চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুসহ চকরিয়া উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।