আনোয়ারা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু মহালের এক ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
বুধবার (১৯ মার্চ) দুপুরে হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “অবৈধ বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে জাহেদ আহমেদ নামে এক বালু ব্যবসায়ীকে ১লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এদিন মালঘর বাজার এলাকায় বিভিন্ন অভিযোগে ৩মুদি দোকানীকে সাড়ে ৭হাজার টাকা ও অভার লোড করায় একটি গাড়িকেও ২হাজার টাকা জরিমানা করা হয়।
আর এইচ/