পবিত্র রমজানুল মোবারকের অন্যতম দান হলো ইফতার। আর সেই ইফতারে খাওয়ানো হচ্ছে কি ? নিজ চোখে দেখলেই ওই রেস্টুরেন্ট বা হোটেলে থেকে খাবার নেওয়া এড়িয়ে চলবে যে কেউ। এমনেই এক দৃশ্য দেখে গেছে আনোয়ারা উপজেলা সদরের সৌদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে। যেখানে পোকায় খাওয়া বেগুন দিয়ে বানানো হচ্ছে মুখরোচক বেগুনি।
বুধবার ( ১৯ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত সৌদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।
এসময় সৌদিয়া হোটেল এণ্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে পোকা আক্রান্ত বেগুন ব্যবহার করে বেগুনি তৈরি, পঁচা-বাসি খাবার সংরক্ষণসহ অপরাধে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে জরিমানা করা হয়েছে। মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রমজান মাসে নিয়মিত মনিটরিং পরিচালনা করা হবে।
আর এইচ/