গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Thursday, 25 April 2024

অনুসরণীয় চেতনা এবং নির্ভয়ে যাতায়াত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ

কোন কাজই ছোট নয়,প্রসঙ্গে চকরিয়ার জালাল;অভিজ্ঞ মানুষদের অভিমত ,”বহুকিছু করার সংক্ষিপ্ত পথ হচ্ছে, তাৎক্ষণাত একটি কাজ শুরু করে দেওয়া”।সভ্যতার ইতিহাসে দেখা যায় যে, কেউ হঠাৎ করে বড় হয় নাই।পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয়।কাজই মানুষকে জীবনের লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে। দারিদ্রতার কারণে কাজ করতে হবে কিংবা বাবার অনেক সম্পদ আছে বিধায় কাজ করার প্রয়োজন নাই কিংবা ছোট কাজগুলো আমার জন্য আসে নাই, এমন চিন্তাধারা গুলো অসুস্থ মানষিকতার পরিচায়ক।দেশে বেকারত্বের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষিত অনেক ছেলেমেয়েরা চাকরির পিছনে ঘুরছে। কিন্তু চাকরি নামের সোনার হরিণের দেখা খুব কম যুবকদের হাতে ধরা দিচ্ছে।সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,যুবকদের চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিচ্ছেন বারবার। তিনি বলেন,” চাকরির পিছনে ছোটার আমাদের যে মানষিকতা সেটার পরিবর্তন করতে হবে”। তিনি যুব সমাজকে চাকরি করার চেয়ে চাকরি দেওয়ার মনোযোগী হওয়ারও আহবান জানান।যেকেউ ইচ্ছে থাকলে কাজ খুঁজে বের করে নিতে পারে।তবে কাজ করার মানষিকতার অভাবের প্রবনতাটাই বেশি তরুণ প্রজন্মের। তাই নানাবিধ অজুহাত তুলে অভিযোগ করতেই দেখা যায় সচরাচর তাদের ।

বিগত সপ্তাহ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জালাল উদ্দীন নামীয় এক ছাত্রের সবজি ব্যবসার কথা ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে ।তিনি চকরিয়া কলেজের একজন নিয়মিত ছাত্র।চকরিয়া পৌরসভায় বাড়ি । ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত তিনি। রমজানকে সামনে রেখে তিনি চিরিংগা ষ্টেশনে ফুটপাতে সবজির পশরা সাজিয়ে বসে।আর্থিক ভাবে দুর্বল হওয়ায় অন্তত নিজের লেখাপড়ার খরচের জন্য তিনি সবজির ব্যবসা শুরু করে ।অনেকের নানাবিধ তিরস্কার মুলক কথা শুনেও বেচাবিক্রি চালিয়ে যাচ্ছিলেন।এমতাবস্থায় একদিন তার সবজির উপর হামলা হয়,সব সবজি রাস্তায় ছুড়ে ফেলে, অমানবিক ভাবে।।তার এফবি ষ্ট্যাটাসের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। তবে স্বস্তির বিষয় হলো সমস্যাটি ইতিমধ্যে সমাধান হয়ে গেছে। ঘটনাটি যারা করেছে তারা তার ব্যক্তিগত শত্রু কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা দূর্বৃত্তরা করেছে তা আজকের আলোচনার বিষয় নয়।যেহেতু মীমাংসা হয়ে গেছে, তাই উভয় পক্ষেরই ধন্যবাদযোগ্য।তবে জালাল উদ্দীন সমাজের কাছে একটি ইতিবাচক উদাহরণ হয়ে রইল। তিনি গরীব ঘরের ছেলে বা মধ্যবিত্ত বা উচ্চ ভিত্তের ঘরের ছেলে তা বড় কথা নয়,সব শ্রেণীর মানুষেরই জীবিকার তাগিদে কাজ করতেই হয়।কাজটি ছোট কিংবা বড় হোক, কাজ কাজই।আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি উক্তি এখানে উল্লেখযোগ্য, “কোন কাজ ছোট নয়,ছোট সে, যে, কাজকে ছোট ভেবে বিদ্রুপ করে”।আব্রাহাম লিংকলন প্রথম জীবনে কখনো নৌকা চালিয়ে, কখনো কাঠ কেটে সংসার চালিয়েছেন।বলা যেতে পারে যে, ব্যবসা ছোট হলেও জালাল উদ্দীন যে মানষিক ভাবে তৈরী হতে পেরেছে সেটাই শিক্ষার্থীদের জন্য অনুপ্রানিত উদাহরণ। হয়তো তার দেখাদেখি আরও অনেকে উৎসাহিত  হবে। সমাজে অনেক অভাবগ্রস্ত পরিবারের সন্তান আছে কাজ করতে চায় না,কিংবা ভরসা পায় না।বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক ছাত্র বড় টাউনে ভাড়ায়চালিত গাড়ি চালায়।বিভিন্ন অফিসে পার্টটাইম কাজ করে ।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান স্কুল জীবনে দুধ বিক্রি করে পড়াশোনার খরচ যোগাড় করতেন।জীবনের সাথে লড়াই করে তিনি পরবর্তী সময়ে স্বনামধন্য একজন অর্থনীতিবিদ।সফল মানুষ।তাই লড়াকু যুবকদের উদ্যোগকে সহযোগিতা করা সমাজিক দায়িত্বের পর্যায়ে আসে। আমাদের দেশের অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে গিয়ে পড়াশোনার অবসরে বিভিন্ন ধরনের কাজ করে থাকে নিজের খরচের টাকা ইনকাম করার জন্য। হয়তো সবজি ব্যবসার চেয়েও অনেক নিম্নমানের কাজও করে থাকে তারা ।তাতে লজ্জা পাওয়ার কিছু নাই।তবে নিজেদের দেশেও শিক্ষার্থীরা এভাবে এগিয়ে আসলে অনেক অভিভাবকের কষ্টের বোঝা কিছুটা হলেও লাঘব হবে,আশাবাদ সমাজের সচেতন মহলের।এই মহলের মতে”রোজগার অল্প হোক কিংবা বেশি, নিজের উপার্জিত টাকার চলার তৃপ্তিটাই আলাদা”।

জালাল উদ্দীন ছাত্রলীগের সক্রিয় কর্মী। বর্তমান সময়ে রাজনীতির প্রতি সাধারণ মানুষের ধারণা ইতিবাচক নয়। সরকার সমর্থিত সংগঠনের পদবিধারী হলেই অনেকে মনে করে, টাকা ইনকামের একটি লাইসেন্স পেয়ে গেল।দৃশ্যমান কোন কাজ না থাকলেও অনেকে অনেক টাকার মালিক হতে দেখা যাচ্ছে ।অর্থনীতিবিদ রেহমান সোবহান একটি সেমিনারে উল্লেখ করেছেন,”রাজনীতি এখন ব্যবসার সম্প্রসারিত অংশ আর টাকা নির্বাচনে পথ করে দাঁড়িয়েছে।দলগুলোর ভিতরে অর্থ ও পেশীশক্তি প্রবেশ করেছে।ফলে রাজনীতি ধনীদের খেলায় পরিণত হয়েছে”।তাই এই মুহূর্তে রাজনীতির প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধ নাই। ।বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদদের অনেক অর্জন রয়েছে। কিন্তু পর্যায়ক্রমে পরিবর্তিত রাজনীতিতে সততা ক্রমে নির্বাসিত হয়ে যাওয়ার ফলে দিনদিন রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। যতদিন সত্ দেশপ্রেমিক মানবহিতৈষী নেতৃত্ব সৃষ্টি না হবে, ততদিন রাজনৈতিক দেউলিয়াত্বের অবসান হবে না।সেই দিনের ঘটনার পর জালাল উদ্দীন চকরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়।কিন্তু তার সংকটকালীন সময়ে সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনের কথা না ভুলবার পরামর্শ থাকবে শুভাকাঙ্ক্ষীদের পক্ষে । নীতি-আদর্শ লালন করে সুস্থ শুদ্ধ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে জোরালো অবস্থান থাকবে। সেই পথ বেয়েই জীবনের স্থায়ী সফলতার চুড়ায় পৌঁছানো সক্ষম।এই চেতনায় তরুণদের যে যেই দলেরই হোক না কেন কর্মমুখী হবে ।আর্থিক সচ্ছলতা থাকলে কারও লেজুড় রাজনীতি করার প্রয়োজন হয় না।তখন নিজের স্বাধীনতা নিয়ে নীতি নৈতিকতা নিয়ে জনগণের সেবা করার পথ সহজ হবে।।তখনই রাজনীতির হারানো ঐতিহ্য ফিরে আসার দুয়ার খুলে যাবে।

  সড়কের নিরাপত্তার দাবীতে প্রশাসনের নজরদারি কামনাঃ চকরিয়া উপজেলাধীন প্রস্তাবিত মাতামুহুরি( সাং) উপজেলার বদরখালী টু চকরিয়া কেবি জালাল উদ্দীন সড়ক নিয়ে উদ্বীগ্ন হওয়ার মতো সংবাদ তুলে ধরেন ফেইসবুক বন্ধু সমাজকর্মী আলাউদ্দিন আলো।তিনি লিখেন,”আতংকের নাম বদরখালী টু চকরিয়া কেবি জালাল উদ্দীন সড়ক। বিকাল হলে সিএনজি গুলো ভাড়া নিয়ে আসতে আগ্রহী হয় না।ড্রাইভাররা বলেন এমন কোন জায়গা নাই ডাকাতি হয় না”।সবচেয়ে যে স্থানে বেশি ডাকাতি হয় তার নাম উল্লেখ করে তিনি লিখেন “, বাটাখালী ব্রিজ, রামপুর, কোরালখালী, চৌয়ার ফাঁড়ি ষ্টেশনের দুই পাশে, লাল ব্রীজের পাশের লম্বা রাস্তা, লাল গোলা এবং বদরখালী কলেজের পাশ্ববর্তী এলাকা। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উক্ত সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়াতে আবেদন করেন।রমজান এবং ঈদকে সামনে রেখে সারাদেশে প্রতিবছর ছিনতাই,অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ অন্যান্য অপরাধী গুলোর তত্পরতা বেড়ে যায়।মাতামুহুরি নদীবেষ্টিত সাত ইউনিয়ন নিয়ে মাতামুহুরি উপজেলা (সাং) চকরিয়া সদর থেকে বেরিয়ে উপকূলীয় জনপদ।ঈদের সদাইয়ের জন্য সাত ইউনিয়নের বাসিন্দা এবং মহেশখালী উপজেলার মানুষও চকরিয়ায় মার্কেটিং করতে আসে। উল্লেখিত সড়ক দিয়েই যাতায়াত করে।গ্রামীণ জনপদ হওয়ায় সন্ধ্যার পরে সড়ক গুলো নির্জনতা জেঁকে বসে।অনাঙ্ক্ষিত অনেক ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা হামেশা শুনতে পাওয়া যায় ।আবার টমটম সিএনজির অদক্ষ চালকদের বেপরোয়া গাড়ি চালানোতে অনেক দুর্ঘটনায় মানুষ হতাহত হয়।এসব অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নজরদারি বাড়ানো আবশ্যক মনে করে এলাকার বাসিন্দারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফারজানা রহমানের একটি পরামর্শ এখানে তুলে ধরছি, ” আইন শৃঙ্খলা বাহিনী কাজ করলেও,ব্যক্তি পর্যায়ে সচেতনতার প্রয়োজন রয়েছে। সচেতন নাগরিক হিসেবে পুলিশের হেল্প লাইনগুলো সবার জানা দরকার এবং এই নাম্বার গুলো মোবাইলের ডায়ালে রাখা প্রয়োজন”।ফলে নিজে সমস্যার সম্মুখীন হলে কিংবা অন্য কাউকে সমস্যার সম্মুখীন হতে দেখলে তাত্ক্ষণিকভাবে প্রশাসনের সহযোগিতা চাওয়া যাবে।

তরুণরাই সমাজ এবং দেশের ভবিষ্যত। উন্নয়ন অগ্রগতিতে এদের সম্পৃক্ত করতে না পারলে দেশ এগিয়ে যাবার পথে স্থবিরতা নেমে আসবে।তাই তাঁদের সঠিক পথে পরিচালিত করা সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।নিরাপদ নিরাপত্তার মাধ্যমে রাস্তায় মানুষের চলাচল আশংকা মুক্ত হউক। প্রত্যাশা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।

বদরুল ইসলাম বাদল

সদস্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।

সর্বশেষ

মিরসরাইয়ে জুস খাইয়ে ব্যবসায়ির টাকা লুট, গ্রেফতার ১

চট্টগ্রামের মিরসরাইয়ে জুসের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তা...

চট্টগ্রামের তরুণী, ১৫০ টাকার লোভে প্রতারণায় খোয়ালেন ২৮ লাখ

বিউটি আক্তার (৩৫) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আহসানিয়া পাড়া এলাকায়...

পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু: আরও এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা...

যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব বলে...

মোবারক হোসেন সিএমপির শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ সভায় ভালো কাজের...

দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল একাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন,...

আরও পড়ুন

ড. ইউনূসের পক্ষে ১২ মার্কিন সিনেটরের চিঠি কি অজ্ঞতাপ্রসূত?

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা এখন তুঙ্গে। সম্প্রতি তাঁকে ‘হয়রানি’ করা হচ্ছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর।...

‘নিরপরাধ’ ড. ইউনুসকে বিবৃতি আনতে শত কোটি খরচ করতে হয় কেন?

২০০৬ সালে মুহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তখন থেকে ভাবা হয়েছিল তিনি বুঝি দেশের জন্য সম্মান বয়ে আনবেন। কিন্তু তার বিরুদ্ধে মামলা...

দুর্নীতির সূচকের তুলনামূলক বিশ্লেষণ

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশরে অবস্থান গত বছরের তুলনায় দুই ধাপ হ্রাস পেয়েছে বলা হচ্ছে। কিন্তু এই...

নির্বাচনের সরল অঙ্কটা শুধু শুধু জটিল করা হচ্ছে

আমাদের ছাত্র জীবনে ইন্টারমিডিয়েট পাশ করার পর যখন লেখাপড়ার বিষয় আলাদা হয়ে গেলো, আমার আজকের লেখার গল্পটা ওই সময়ের। আমরা একেকজন তখন একেক বিষয়ে...