২৮ রানে ৫ উইকেট হারিয়েও চট্টগ্রামের সংগ্রহ ১১৮

শেয়ার

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তলানির দুই দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ঢাকা ডমিনেটর্স মুখোমুখি খেলছে আজ (৭ ফেব্রুয়ারি)। এই দুই দলের মধ্যে যারা এই ম্যাচে হার দেখবে তাদেরই পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করতে হবে, এই সমীকরণ এক প্রকার নিশ্চিত।

এমন ম্যাচেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করেছে। ঢাকা ডমিনেটর্সের বোলারদের সামনে হতাশাজনক পারফরম্যান্স করেছে চট্টগ্রামের বেশিরভাগ ব্যাটসম্যানই।

মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। তবে অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি দলটি।

এই রান করার পেছনে চট্টগ্রামের দুই ব্যাটসম্যান জিয়াউর রহমান এবং উসমান খানের কৃতিত্ব সবচেয়ে বেশি। এদের মধ্যে জিয়াউর রহমান ২০ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

উসমানের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৪ চারের ৩০ রানের ইনিংস। এছাড়া আর কেবল কার্টিস ক্যাম্পার ডাবল ডিজিটের ১১ রান করতে পেরেছেন। যদিও অতিরিক্ত থেকে এসেছিল ক্যাম্পারের চেয়েও বেশি ১৭ রান।

এই তিন ব্যাটসম্যান ছাড়া আফিফ, উন্মুক্ত, শুভাগতরা ছিলেন চরম ব্যর্থ। মাত্র ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারানো দলটির তারকা ব্যাটসম্যানরা সবাই ফিরেছেন সিঙেল ডিজিটে।

ঢাকার বোলারদের মধ্যে আরাফাত সানি ২২ রানের মধ্যে ৪ উইকেট শিকার কএন। এছাড়াও আমির হামজা হোতাক এবং আল আমিন হোসেন নেন ১টি করে উইকেট।

এই ম্যাচে মাঠে নামার আগে দুই দলই সমান ৪ পয়েন্ট নিয়ে তালিকার নিচে আছে। দুই দলই খেলেছে সমান ১০টি করে ম্যাচ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist