রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকে চাঁদের গাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ তানভীর (২৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের ৮ নম্বর মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ তানভীরের গ্রামের বাড়ি বরিশাল হলেও সে চট্টগ্রাম নগরীর আকবর শাহ মাস্টার লাইন এলাকায় বসবাস করতেন। পিতার নাম আব্দুচ ছালাম বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক থেকে ফেরার পথে ৮নং পাড়া এলাকায় পাহাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা জিপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে পাঠানো হয়।
দীঘিনালা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল আনোয়ার জানান, দুর্ঘটনার শিকার মোঃ তানভীর হাসপাতালে আনার আগেই মারা যায়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে মোটরসাইকেল চালককে উদ্ধার করে দিঘিনালা হাসপাতালে পাঠাই। সেখানে তার মৃত্যু হয়েছে। জিপগাড়ি থানার হেফাজতে আনা হয়েছে, তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে জানিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।