হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে কাতারে পা রেখেছিল নেইমারের ব্রাজিল। সেই স্বপ্ন থমকে যায় কোয়ার্টার ফাইনালে। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ১(৪)-১(২) ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা। হারের পর নেইমার মাঠেই ভেঙে পড়েছিলেন কান্নায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগী এক বার্তায় নেইমার বলেন, আমি মানসিকভাবে বিধ্বস্ত। এই পরাজয় আমাকে অনেক কষ্ট দিয়েছে।
নেইমার আরও বলেন, এই হারের ধাক্কায় মিনিট দশেকের জন্য আমি স্তব্ধ হয়ে ছিলাম। তারপর কান্নায় ভেঙে পড়ি। এটা এমন এক পরাজয়, যা ভোলা সম্ভব নয়। এটা অনেকদিন ধরে আমাকে কষ্ট দেবে।
প্যারিস সেন্ট জার্মেই তারকা বলেন, আমাদের চেষ্টায় কোনো ঘাটতি ছিল না। আমরা লড়াই করেছি। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য আমাদের সহায় ছিল না। সতীর্থদের নিয়ে আমি গর্বিত। কারণ প্রতিশ্রুতি বা আত্মনিবেদনের কমতি ছিল না। শিরোপা এই দলটার প্রাপ্য ছিল, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল না!