গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Saturday, 20 April 2024

চাই মাতামুহুরি উপজেলা হোক বাস্তবায়ন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ

কক্সবাজারে স্বাগতম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার আগমন ঘিরে সমুদ্রকন্যা কক্সবাজার বাড়তি সৌন্দর্যে আরো অপরুপ হয়ে উঠছে।সাগরের ঢেউয়ের আওয়াজের আওতায় দুরত্বে পাগর পাড়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কয়েক লাখ মানুষের উপস্থিতি আশা করছে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধুকন্যা কক্সবাজারের প্রতি উদারতার দু’হাত বাড়িয়ে ৩ লাখ কোটি টাকার উন্নয়নের মাধ্যমে কক্সবাজারবাসীকে সম্বৃদ্ধ করেছেন।৭ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে আরও দাবী আদায় হবে বলে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষক মহলের। তার ধারাবাহিকতায় উপকূলীয় জনপদের উন্নয়ন, নিরাপদ আবাসভূমি, নিরাপত্তার জন্য মাতামুহুরী উপজেলা বাস্তবায়নের ঘোষণা আশা করছে মাতামুহুরীবাসী।

স্বাধীন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সম্পর্কে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন।এই উপমহাদেশে শোষণের নিমিত্তে বৃটিশ শাসক নিজেদের মতো করে প্রশাসন সাজিয়ে ছিলো।পাকিস্তান আমলেও জোড়াতালি দিয়ে একই ব্যবস্থায় বাঙালীদের শাসনের নামে শোষণ করা হয়। যেখানে সাধারণ মানুষ প্রশাসনের দোরগোড়ায় যাওয়ার সুযোগ ছিল না। তাদের নির্মিত প্রশাসনিক এবং বিচারিক ব্যবস্থা বাঙালী জাতিকে কোণঠাসা করে রাখার অকৌশল ছিলো ।স্থানীয় সরকার ব্যবস্থাপনায় দরিদ্র মানুষের কোন অধিকার নিয়ে কথা বলতে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হতে হতো। বঙ্গবন্ধু মুজিব মানুষের যন্ত্রণার মর্ম উপলব্ধি করতে পেরে প্রশাসনকে সাধারণ মানুষের পাশে নিয়ে যেতে বিকেন্দ্রীকরণে হাত দেন।প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করতে গিয়ে স্থানীয় সরকারের অধীন প্রশাসনের তৃণমূল পর্যন্ত ঢেলেসাজানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি ।তৃণমূল পর্যায়ে যার নাম ছিল “বাধ্যতামুলক গ্রাম সমবায়” কর্মসূচি। যেখানে স্থানীয়দের সম্পদ ও ক্ষমতা ন্যস্ত থাকার কথা।সমবায়ের আওতাধীন মানুষের সমস্যা সমাধানের কার্যকরী ভূমিকার কথা উল্লেখ থাকে গ্রামসমবায় বিধিতে। স্বাধীনতা পূর্ব বাংলাদেশের গ্রামীণ জনপদের মানুষ জেলা শহরে এসে নাগরিক সুবিধা নিতে অনেক কষ্ট পোহাতে হতো। তাই পিছিয়ে পড়া গ্রামীণ জনপদের মানুষের সেবা, নিরাপদ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করা নিয়ে তৃণমূলকে শক্তিশালী করার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করেছিল তিনি ।বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সরকার সমূহ বিভিন্ন সময় বিভিন্ন নামে বঙ্গবন্ধুর “গ্রাম সমবায়” কর্মসূচির আদলে অনেক কার্যক্রম গড়ে তুলতে চেষ্টা করে।যা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নামে নিজেদের অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করে দীর্ঘস্থায়িত্ব করার অপপ্রয়াস ছিল। ফলে গ্রামীণ জনপদের মানুষ অবহেলিত ও প্রতারিত হয়েছে বারবার। বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় আসার পর এই উপলব্ধি থেকে দেশের উন্নয়নের অগ্রগতি নিয়ে কাজ করতে গিয়ে স্হানীয় সরকারের অধীন নতুন নতুন বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সহ সবকিছু নতুন করে সাজিয়ে প্রশাসনকে মানুষের দোরগোড়ায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।ফলে প্রান্তিক জনগোষ্ঠী অনেক সুফল ভোগ করতে পারছে তুলনামূলক ভাবে অনেক।

মাতামুহুরি নদী বেষ্টিত সাত ইউনিয়ন নিয়ে “মাতামুহুরি সাংগঠনিক উপজেলা” নামে পরিচিত।ইউনিয়ন গুলোর নাম হল যে, বদরখালী, ঢেমুশিয়া, বিএমচর,কোণাখালী,পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা এবং শাহারবিল।দুই লাখের অধিক মানুষের বসবাস এই সাত ইউনিয়নে।মাতামুহুরি কে উপজেলা করার জন্য এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি। গত সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী সাংসদ জনাব জাফর আলম বিএ (অনার্স)এম এ সাহেবের নির্বাচনী প্রতিশ্রুতি ও ছিল। স্থানীয় সরকারের অধীন বিগত ইউ পি নির্বাচনে নৌকা প্রার্থীদের প্রতিশ্রুতি ও ছিল মাতামুহরী উপজেলা বাস্তবায়ন নিয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে। মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন নিয়ে সাংসদ জাফর আলম সংসদের দ্বিতীয় অধিবেশনে গণপ্রতিনিধিত্ব আদেশ ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ প্রশ্নে মাননীয় স্পীকারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন। মাননীয় সাংসদের প্রচেষ্টায় মাতামুহুরিবাসীর দাবির প্রেক্ষিতে প্রশাসনিক পুনবির্ন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি ২০১৯ সালের জুন মাসে পরিপত্র জারি করা হয়।কিন্তু এখনো পর্যন্ত মাতামুহুরি উপজেলার প্রশাসনিক কার্যক্রম আলোর মুখ দেখতে পায়নি। অন্য দিকে বৃহত্তর চকরিয়া উপজেলার পাশে ঈদগাঁও উপজেলার পরিপত্র জারি হয় মাতামুহুরি উপজেলার অনেক পরে।সম্প্রতি প্রশাসনিক ভাবে ঈদগাঁও উপজেলার কার্যক্রম শুরু হয়ে গেছে।

থমকে আছে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন। ফলে হতাশা নেমে আসে সাত ইউনিয়নবাসীর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আগমনে মাতামুহুরিবাসী নতুন করে স্বপ্ন দেখছে। সরকারের বাকী মেয়াদে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন করা নিয়ে জোর দাবি জানাচ্ছে। মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যানচ উপকূলীয় জনগণের সবচেয়ে জনপ্রিয় নেতা সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন,

“বর্তমান সরকার উন্নয়নমুখী ও জনবান্ধন সরকার। সারাদেশে উন্নয়ন বাস্তবায়ন ও জনগণের দূয়ারে নাগরিক সেবা পৌঁছে দিতে সর্বক্ষেত্রে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করছে। জনগণের মাঝে শতভাগ উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন এখন সময়ের দাবীতে পরিণত হয়েছে”।”তিনি আরও বলেন,” সরকারি সহযোগিতা পেলে মাতামুহুরি একটি সম্ভাবনাময়ী উপজেলা হতে পারে।এই এলাকার সম্পদ সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকার অনেক রাজস্ব আদায়ে সক্ষম হবে”।উপকূলীয় জনগণের নিরাপদ আবাসভূমি বিনির্মাণে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব মাইনউদ্দীন আহমদ চৌধুরী বলেন,

“ঢেমুশিয়া সহ সাত ইউনিয়নের সমস্যা গুলো যেন একইসূত্রে গাঁথা, উপকূলীয় জনপদে জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা,বেড়ীবাঁধ এবং আইন শৃঙ্খলা নিয়ে একই সাথে কাজ করা হলে মাতামুহুরিবাসী নিরাপদ আবাসভূমি পাবে। চকরিয়া উপজেলাধীন অন্যান্য ইউনিয়ন থেকে রাস্তা ঘাট সংস্কার এবং উন্নয়নে পিছিয়ে আমরা।পর্যাপ্ত বরাদ্দ না পাবার কারণে অনেক কাজ করা যাচ্ছে না । তাই জনগণের নানাবিধ প্রশ্নের জবাব দিতে বিব্রতবোধ করতে হয়”।এই নিয়ে উভয় নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন,”মাতামুহুরি প্রশাসনিক উপজেলা বাস্তবায়ন হলে অন্যান্য উপজেলার মত আলাদা বরাদ্দ আসবে।ফলে উপকূলীয় এলাকা আর পিছিয়ে থাকবে না”।তাই সাংগঠনিক মাতামুহুরি উপজেলাকে প্রশাসনিক উপজেলা ঘোষণা করার জোর দাবি মাতামুহুরীবাসীর।

লেখক -বদরুল ইসলাম বাদল

সদস্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।

সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী

সর্বশেষ

পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

পটিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।...

বোয়ালখালীতে চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের ঈদ শুভেচ্ছা ও উঠান বৈঠক

বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের...

জব্বারের বলী খেলা বন্ধ করে ঐতিহ্য নষ্ট হতে দিতে পারি না: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম...

এ বছর খাদ্যশস্য উৎপাদন খুবই ভালো: নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ...

বিদ্যুৎ সমস্যা সমাধানে স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর দিচ্ছেন সাবেক ভূমিমন্ত্রী

তীব্র গরমে বিদ্যুৎ সমস্যা ও রোগীদের অসহনীয় দূর্ভোগ থেকে...

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা...

আরও পড়ুন

‘নিরপরাধ’ ড. ইউনুসকে বিবৃতি আনতে শত কোটি খরচ করতে হয় কেন?

২০০৬ সালে মুহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তখন থেকে ভাবা হয়েছিল তিনি বুঝি দেশের জন্য সম্মান বয়ে আনবেন। কিন্তু তার বিরুদ্ধে মামলা...

দুর্নীতির সূচকের তুলনামূলক বিশ্লেষণ

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশরে অবস্থান গত বছরের তুলনায় দুই ধাপ হ্রাস পেয়েছে বলা হচ্ছে। কিন্তু এই...

নির্বাচনের সরল অঙ্কটা শুধু শুধু জটিল করা হচ্ছে

আমাদের ছাত্র জীবনে ইন্টারমিডিয়েট পাশ করার পর যখন লেখাপড়ার বিষয় আলাদা হয়ে গেলো, আমার আজকের লেখার গল্পটা ওই সময়ের। আমরা একেকজন তখন একেক বিষয়ে...

বাংলাদেশের নির্বাচনে ভারত কেন গুরুত্বপূর্ণ

বাংলাদেশ যখন ৭ জানুয়ারি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখন প্রতিবেশী ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা তৈরির চেষ্টা হচ্ছে। বিএনপি এবং তার সমমনা...