উখিয়ায় অভিযান চালিয়ে ৯১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের বহনের অভিযোগে দুইটি হানিফ বাস জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া থানা গেইট সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিক্তিতে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়দিন আগে রোহিঙ্গা দুইটি বাস ভাড়া নেন। তাঁরা ইজতেমা যাওয়ার জন্য জড়ো হয়েছিল। তবে অন্যান্যরা বলছেন ভিন্ন কথা। রোহিঙ্গারা দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে যাচ্ছে।আটককৃত রোহিঙ্গাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতরা রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে উখিয়া থানার তদন্ত ওসি বিপুল চন্দ্র দে নিশ্চিত করেন। তবে তাদের নাম -ঠিকানা জানাতে পারেনি।
উখিয়া থানার তদন্ত ওসি বিপুল চন্দ্র দে বলেন আটককৃত রোহিঙ্গারা উখিয়া থানায় রয়েছে। রোহিঙ্গা বহনের দায়ে বাস দুইটি জব্দ করা হয়।
স্থানীয়রা জানান,উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর চেকপোস্ট উঠে যাওয়ায় রোহিঙ্গারা ইচ্ছে মতো যেকোন যায়গায় চলে যাওয়ায় তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর ফোনে বারবার কল করেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।