চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে সাদিয়া আক্তার ঊর্মি (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সোমবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাদিয়া রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হরালিয়া পাড়া এলাকার ওয়াহিদুল নবীর মেয়ে।
পুলিশ জানায়, ৮ মাস আগে পারিবারিকভাবেই ইসলামপুর ইউনিয়নের রাঙ্গুনিয়া বিনা বাপের বাড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে প্রবাসী মোহাম্মদ ইউসুফের সাথে বিয়ে হয়। ঊর্মি শশুর বাড়িতে বৃদ্ধ দুই শ্বশুর-শাশুড়ি ও দেবরের সঙ্গে থাকতেন।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব মিলকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ নামিয়ে রেখেছে স্বজনরা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।