চট্টগ্রামের কর্ণফুলীতে ৬০০ লিটার চোরাই তেলসহ মো. ইদ্রিস প্রকাশ মঈন্নে (৪০)নামের একজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলের দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা খালের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৬০০ লিটার চোরাই তেল জব্দ করে নৌ পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ওসি একরামুল হক।
গ্রেফতারকৃত আসামি ইদ্রিস প্রকাশ মঈন্নে চরপাথরঘাটা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গণি মিয়ার পুত্র।
ওসি একরামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ লিটার চোরাই তেল সহ ইদ্রিস প্রকাশ মঈন্নে নামের একজনকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।