ফটিকছড়িতে মোঃ ইসমাঈল (৪৫) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে উপজেলার আজাদী বাজারের শামসু মার্কেটের মনিয়া টেলিকমের দোকান থেকে এ লাশ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ।
নিহত ব্যবসায়ী রাউজান উপজেলার হলুদিয়া ৫ নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুল মালেকের পুত্র।
নিহতের ভাই জানান, ব্যবসায়ী ইসমাইল প্রতিদিন দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। মাঝে মধ্যে দোকানেো থেকে যায়। সোমবার রাতে দোকান বন্ধ করলেও বাড়িতে যায়নি। পার্শ্ববর্তী দোকানদার আনোয়ারুল আজিম মঙ্গলবার সকালে তার নিজ দোকান খুলতে এসে ইসমাইলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। পরে তার পরিবারে খবর দেওয়া হয়। পরবর্তীতে ফটিকছড়ি থানায় খবরে দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।।
এ বিষয়ে ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আনোয়ার ইবনে মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।