এ বছর দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ভিন্নধর্মী ট্যালেন্ট হান্ট শো ‘গ্র্যান্ড লুক ২০২১’। গত শুক্রবার নগরীর চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল এর গ্র্যান্ড ফিনালে। প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিজয়ী নির্বাচন করা হয়েছে। ১২ জন প্রতিযোগিকে টপকে গ্র্যান্ড লুক এর সেরা মুকুট পরলেন শান্তা ইসলাম। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন আলবিনা বিনতী,তৃতীয় হয়েছেন তানিয়া আক্তার হৃদী।
উইন্ডোস মাল্টিমিডিয়া ও ওসনিক মিডিয়া এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন। বাছাই পর্বের পর চূর্ড়ান্ত পর্বের জন্য ১২ জনকে বাছাই করা হয়।
প্রতিযোগিতার মূল প্রধান সমন্বয়ক শাকিল আবেদীন বলেন , আমরা প্রতিবারই একটা স্বচ্ছ আয়োজন করতে চাই। এবারের প্রতিযোগীরা বেশ মনোযোগী ছিল। আমরা যে তিনজনকে বিজয়ী হিসেবে পেয়েছি, আশা করছি তারা ভবিষ্যতে শোবিজে স্বনামে প্রতিষ্ঠিত হবে। যারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি।
বিভিন্ন ক্যাটাগরি থেকে পুরস্কৃত হয়েছেন নিশি(হেয়ার),নাহিদা নিশি( স্মাইল),সিনথিয়া এহসান (লুক)আরবী(স্কীন),হাবীবা মুন(পারফরমার)। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন চ্যানেল আই এর মাজাহার সুমন, সাংবদিক পোর্ট্রট এর সম্পাদক রূপম চক্রবর্তী, মডেল ও অভিনেত্রী কেয়া চৌধুরী,মিস বাংলাদেশ রার্নার আপ জান্নাতুল ফেরদৌস।মেকওভার পাটনার হিসেবে ছিলেন এস এম বিউটি একাডেমি ও ট্রেডিং ইনিস্টিউট। ফটোগ্রাফি পাটনার এসটিডিও ভিসাগি এন্ড আরিফুল হক। মিডিয়া পাটনার চট্টলা টিভি।