সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহত রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছেন নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু।একটি নিদিষ্ট নাম্বারে ফোন করলেই তিনি ছুটে যান সাহায্য প্রার্থীদের দ্বারে।
তারই ধারাবাহিকতায় আজ বুধবার অগ্নিকাণ্ডের নিহত মাসুদ রানার ভাগ্নে রোকননোজ্জামানের ফোন পেয়ে ছুটে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ।হাসপাতালের আইনি প্রক্রিয়া শেষ করে নিহত মাসুদের লাশ তার গ্রামের বাড়ি জালামপুর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে তপু জানান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের দিক নির্দেশনায় আমরা অগ্নিকাণ্ডে নিহতদের লাশ ও আহত রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছি।যখনই প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফ্রি পরিবহনের ব্যবস্থা করে দিবো।এছাড়াও স্বেচ্ছাসেবীদের মাঝে খাওয়ার বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করছি আমরা।