“ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ “দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পালিত হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর।
টানা দুই বছর মহামারী করোনার কারনে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে স্বল্প পরিসরে,আর তাই এবারের ঈদের উৎসব টাও ভিন্ন মাত্রা যোগ করেছে সবার মনে।
পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
জেলা ঈদ জামাত কমিটির পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ ৩ই এপ্রিল সকাল ৮টায় জেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এবং একই স্থানে সকাল ৯ টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
জেলা সদরের ধর্মপ্রাণ মুসলমানেরা সতেজ্জপুত্ত ভাবে ঈদের জামাত আদায় করেন,ঈদের ১ম জামাত ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলাউদ্দিন ঈমামী।
এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপার জেরিন আক্তার এর সার্বিক নির্দেশনায় বান্দরবান সদর থানা বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে।
সাধারণ মুসল্লীদের সাথে কথা বল্লে তারা জানান করোনার কারনে বিগত ঈদ জামাত আদায়ে বিধিনিষেধ থাকায় অনেকেই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামায আদায় করতে আসতে পারেন নি,এবার সকালে দুরদুরান্ত থেকে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য আসতে পেরেছে এ জন্য এবারের ঈদের উৎসবটাও বাড়তি আনন্দ যোগ করেছে।
এদিকে জেলার ধর্মপ্রান মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।সকালে তার নিজ বাস ভবনে জনসাধারনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।শুভেচ্ছা বিনিময় কালে তিনি চট্টগ্রাম নিউজকে বলেন মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা পার্বত্য বান্দরবানের সকল মুসলমানদের,তিনি বলেন, এই উৎসব সকলে একসাথে উৎযাপন করতে পেরে আমি আনন্দিত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানান।