টানা দুই বছর পর বড় পরিসরে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।ঈদের জামাত কে কেন্দ্র করে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটি।
এই মাঠে এক সাথে ৬ হাজার মুসল্লী ঈদের জামাত আদায় করতে পারবে।
৩ই এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে বান্দরবান জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং একই স্থানে ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটি।
এছাড়াও জেলা সদরের স্ব স্ব জুম্মা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলা সদর ছাড়াও উপজেলা গুলোতেও ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি প্রায় সম্পন্ন।
ঈদের জামাতের শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটি,ঈদগাহের চারপাশ সুসজ্জিত করার পাশাপাশি,সৌন্দর্যের জন্য করা হয়েছে আলোকসজ্জা,সাধারন মুসল্লীদের জামাত আদায়ের সুবিধার জন্য লাগানো হয়েছে ফ্যান,প্রাকৃতিক কারনে বৃষ্টি হলেও সাধারণ মুসল্লীদের ঈদের নামাজ আদায়ে অসুবিধা না হওয়ার জন্য মাঠের উপরে ব্যবহার করা হয়েছে ভারী প্যান্ডেল,প্রস্তুতির কাজে সার্বিক ভাবে সহযোগিতা করেছে বান্দরবান পৌরসভা।
এদিকে আসন্ন ঈদ উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের শেষ প্রস্তুতি পরিদর্শন করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী,ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক(এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি),সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি,মোঃ লুৎফর রহমান,উপ পরিচালক,স্থানীয় সরকার,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর সহ বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় ব্যাক্তি বর্গ।
জেলা ঈদগাহ মাঠের শেষ মূহুর্তের প্রস্তুতির ব্যাপারে জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী বলেন বিগত বছরের করোনার কারনে জেলায় বড় পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হতে পারে নি তাই এবার ব্যাপক পরিসরে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা গ্রহন করা হয়েছে,সেভাবে প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।