Tuesday, 19 November 2024

বড় ভাই সেজে হাইকোর্ট থেকে জামিন নেওয়া রামুর সেই রফিকুল গ্রেফতার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

মানবপাচার মামলায় অভিযুক্ত বড় ভাইয়ের বদলে ১২ বছর বয়সে হাইকোর্টে হাজির হয়ে জামিন নিয়ে আলোচনায় আসা রামুর সেই রফিকুল ইসলাম অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছে। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশাখালীর শাপলাপুর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব। তাকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে ভয়ানক প্রতারণার গল্প।

২০১৯ সালে মাত্র ১২ বছর বয়সেই সে প্রতারণার অংশীদার। একটি মানবপাচার মামলায় উচ্চ আদালতে জামিন নিতে বড় ভাই আলাউদ্দিনের বদলে হাজির করা হয় ছোট ভাই রফিকুল ইসলামকে। বয়স বিবেচনায় আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদালত। এই ঘটনা জানাজানি হলে কক্সবাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকে রামুর চাকমারকুলের বসতবাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায় আলাউদ্দিন, রফিকুল, তাদের মা রাজিয়া বেগমসহ পুরো পরিবার। মা-ভাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এবার র‌্যাবের হাতে ধরা পড়ল সেই রফিকুলও। এখন তার বয়স ১৫।

রফিকুলকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম জানান, ২০১৪ সালে কতিপয় মানবপাচারকারী মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে নুরুল ইসলামসহ আর একজনকে ট্রলারের মাধ্যমে জাহাজে তুলে দেয়া হয়।

কয়েকদিন পর জাহাজটি থাইল্যান্ড উপকূলে তাদের নামিয়ে দেয়। অতঃপর সেখানকার দালালেরা তাদের উপর শারীরিক নির্যাতন চালিয়ে স্থানীয় আলাউদ্দিনের মাধ্যমে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে চার লাখ টাকা মুক্তিপণ আদায় করে। পরবর্তীতে তাদের মালয়েশিয়ার দালালদের হাতে তুলে দেওয়া হয়। ২০১৭ সালে মালয়েশিয়া পুলিশ অবৈধ অভিবাসী হিসেবে নুরুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এক বছর কারাভোগের পর ২০১৮ সালের অক্টোবর মাসে নুরুল ইসলাম দেশে ফিরে আসে। এরপর ২৯ অক্টোবর নুরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করে। গ্রেফতারি পরোয়ানা জারির পর ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চে আলাউদ্দিনের বদলে তার ছোট ভাই রফিকুলকে দাঁড় করানো হয়। জামিন হয় আলাউদ্দিনের নামে।

মেজর মঞ্জুর মেহেদী ইসলাম আরও জানান, ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিনসহ কয়েকজন মিলে মামলার বাদী নুরুল ইসলাম ও চাকমারকুল ইউনিয়নের পশ্চিম শাহ আহমেদের পাড়ার বাসিন্দা রফিককে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে অভিযোগ উঠে। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রফিকের চোখ ও মুখে জখম হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় চলতি বছরের ২৯ মার্চ রামুর চাকমারকুলের শাহ আহমেদের পাড়া এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হয় আলাউদ্দিন ও তার মা রাজিয়া বেগম। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

সর্বশেষ

শেখ রাসেল’ পার্কের নাম বদলে হচ্ছে শহীদ ওয়াসিম পার্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে করা হয়েছে...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার 

নগরীর চান্দগাঁও থানার অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

 নগরীর চান্দগাঁও থানার অভিযানে ৩  আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার...

শিক্ষার্থী হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

ঢাকা মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপু হত্যা...

এজলাসে দাঁড়িয়ে কামরুল: ‘এই দিন দিন না, আরও দিন আছে’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল...

অর্থনীতিতে বড় অর্জন: ডিসেম্বরে আসছে ১.১ মিলিয়ন ডলার ঋণ

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ১১০০ মিলিয়ন ডলার ঋণ...

আরও পড়ুন

চান্দগাঁওতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার 

নগরীর চান্দগাঁও থানার অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার  পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃ হলেন, মোহাম্মদ...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

 নগরীর চান্দগাঁও থানার অভিযানে ৩  আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সাকিব (২২),মোঃ রমজান আলী...

সাবেক মন্ত্রী গাজীর পিএস আফজাল কক্সবাজারে গ্রেফতার

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএস) আফজাল কবিরকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের কলাতলী...

পটিয়ায় আবারো ২১টি গরু ডাকাতি

পটিয়ার হাবিলাসদ্বীপ এর  পর এবার ১০ নং ধলঘাট ইউনিয়নের মরিয়ম এগ্রো ফার্মে  গরু ডাকাতির ঘটনা ঘটেছে।সোমবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে দস্তিদার পাড়ায় অবস্থিত...