সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

রাঙ্গামাটিতে সাংগ্রাইয়ে জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি ও ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি :

পাহাড়ের মারমা জাতিগোষ্ঠির নতুন বর্ষবরণ উৎসবের নাম সাংগ্রাই। এ উৎসবকে কেন্দ্র করে মারমা পল্লীতে চলে জলকেলির আয়োজন। মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে বর্ষবরণের আনন্দে মেতে উঠে। তাদের বিশ্বাস পবিত্র পানির ধারা ধুয়ে মুছে দিবে পুরনো বছরের সব দুঃখ-গ্লানি। সকল দুঃখ, গ্লানি দূর হয়ে আনন্দ আর শান্তির প্রত্যাশা করেন পাহাড়ের মারমা জনগোষ্ঠী।

পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কৃতি বিকাশে এগিয়ে আসুন’ এই শ্লোগানকে সামনে রেখে

শনিবার (১৬ এপ্রিল) সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সবচেয়ে বড় সামাজিক উৎসব সাংগ্রাইয়ে জলকেলি অনুষ্ঠিত হয়। সাংগ্রাই উদযাপনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হচ্ছে পাহাড়িদের বর্ষবিদায় ও বর্ষবরণের উৎসব বৈসাবি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) আয়োজিত সাংগ্রাই জলে উৎসবে প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ধর্মীয় ঘণ্টা বাঁজিয়ে উৎসবে পানি খেলার সূচনা করেন।

প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, সাংগ্রাই উৎসব শুধু মারমা সম্প্রদায়ের নয় এ উৎসব এ এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের উৎসবে পরিনত করতে হবে। এ ধরনের অনুষ্ঠান এ এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ভ্রার্তৃত্বের সর্ম্পককে আরো সুর্দঢ় করে তুলবে। তিনি বলেছেন এখন সময় এসেছে তা সকলের মধ্যে পৌছে দেওয়ার।

তিনি বলেন, এখানে বসবাসরত মুসলমান, হিন্দু, চাকমা, মারমাসহ ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল জাতি সত্তা রয়েছে তারা সকলেই বাংলাদেশের নাগরিক এক কথায় আমরা সবাই বাংলাদেশি। আমাদের মাঝে কোন ভেদাভেদ নাই। পার্বত্য চট্টগ্রামের সব ভাষাভাষি , সম্প্রদায়ের বিশ্বাসকে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। তাই এ অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠির ভাষা, শিক্ষা, সংস্কৃতিসহ আর্থ সামাজিক উন্নয়নে যা যা করা প্রয়োজন তা করতে বর্তমান সরকার সব ধরণের সহযোগিতা করে যাচ্ছে । যার যার যে ভাষা ও সংস্কৃতি রয়েছে আমাদেরকে সে গুলোকে গুরুত্ব দিতে হবে। পুরাতন বছরের সকল গ্লানি মুছে ফেলে নতুন বছরের শুভ কামনার জন্য বৃহত্তম এ আয়োজন করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) সভাপতি অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত এ উৎসবে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বি‌জি‌বির সেক্টর কমান্ডার ক‌র্নেল তা‌রিকুল ইসলাম, রাঙ্গামাটি জোন কমান্ডার
কর্ণেল বিএম আশিকুর রহমান,পিএসসি,
রাঙ্গামা‌টি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা।

পুরাতন বছরের সকল দুঃখ,গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায়ের মানুষেরা সমবেত হয় সাংগ্রাই জল উৎসবে। মারমা তরুণ-তরুণীরা কয়েকটি দলে অংশ নেয় পানি খেলায়। একে অপরকে পানি ছিটিয়ে শুরু হয় পানি খেলা। জল উৎসবের পাশাপাশি চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক পরিবেশনা।

করোনা মহামারির উদ্ভূত পরিস্থিতির কারণে গত দুবছর পার্বত্য চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে বিজু, বৈসু, সাংগ্রাই, সাংক্রান বিহু, বিষু উদযাপন হয়নি। ঘরোয়াভাবে হলেও তেমন জাকজমকপূর্ণ হয়নি। তাই এ বছর যেন উৎসবের বাড়তি আমেজে মেতেছে পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা। পার্বত্য জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠির নিজ নিজ ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরতে মারমা সংস্কৃতিক সংস্থা (মাসস) আয়োজন করে এ মনোরম অনুষ্ঠানের।

মারমা সাংস্কৃতিক সংস্থা ( মাসস) এর কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মংসুইপ্রু মারমা জানান, এটা আমাদের প্রানের উৎসব। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরছি।
সাংগ্রাই জল উৎসবে আসা কাপ্তাইয়ের হরিনছড়া এলাকার মংসাই মারমা, চিৎমরম এর মিনপ্রু মারমা জানান, এই উৎসবে এসে ভালো লাগছে। আমাদের সংস্কৃতি তুলে ধরছে আয়োজক কমিটি।

মাসসের সাধারণ সম্পাদক মউচিং মারমা জানান, এই উৎসব মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব হলেও, এইখানে সকল সম্প্রদায়ের লোকজন এসে মিলিত হয়েছেন।

এদিকে সাংগ্রাই জল উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০ জন ছাত্রকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।

সর্বশেষ

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে উগ্রপন্থীদের হামলা-ভাঙচুর

আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী একটি...

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বিদায় ও বরণ অনুষ্ঠান

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ তোফায়েল ইসলামের বদলীজনিত...

চট্টগ্রামে আর ভি মিন সন্ধানী জাহাজ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত...

চকরিয়ায় পুলিশের অভিযানে আটক- ৫ 

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ৫ জনকে আসামীকে আটক...

কর্ণফুলীতে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে অপপ্রচারে হুমকি, থানায় জিডি

কর্ণফুলীতে মো. নুরুল আলী (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে...

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য সেলিমসহ গ্রেপ্তার ২

কর্ণফুলীর জুলধা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ দুই...

আরও পড়ুন

ওয়াগ্গা জোনের চিৎমরমে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন

পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায়...

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত 

রাঙামাটির কাপ্তাই রেঞ্জের সংর‌ক্ষিত ব‌নের প্রাকৃতিক পরিবেশে একটি বার্মিজ অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন ৭ কেজি এবং এর আয়তন ৮ ফুট।রবিবার (১...

বাঘাইছড়িতে বন্দুকযুদ্ধে আহত ৫

রাঙামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটেছে।এঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সঙ্গে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক...

বাঙ্গালহালিয়াতে সড়ক দূর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত: আহত ৫

রাজস্থলী উপজেলায় পর্যটকবাহী  বাস ও যাত্রীবাহী  সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ শিক্ষার্থী  নিহত হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। শুক্রবার  (২৯ নভেম্বর) সকাল  ১১...