“চাকরি নয়, সেবা” এই শ্লোগান সামনে রেখে শুধুমাত্র ১০০টাকা ব্যাংক ড্রাফট খরচ করে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা দিয়ে রাঙ্গামাটিতে পুলিশের চাকরি পেলেন ১৬ জন।
শনিবার বিকেলে সুখীনীলগঞ্জ পুলিশ লাইন মাঠে রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের অভিনন্দন ও ফুললে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
সুখীনীলগঞ্জ পুলিশ লাইন মাঠে প্রাথমিকভাবে নির্বাচিত ১৬ জনকে তাদের পরবর্তী পর্যায়ে করণীয় সম্পর্কে ধারণা দেন পুলিশ সুপার।
এতে তিনি বলেন, আমরা ছয়মাস পর পর কনস্টেবল পদে নিয়োগ দিয়ে থাকি। আমরা নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু করেছি। আজ যাদের চাকরি হয়েছে তারা সকলে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছে। তাছাড়া এখানে অন্যকিছু ভাবার অবকাশ নেই।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাকরি পাওয়া নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসপি বলেন, তোমরা সততা বজায় রেখে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে।
নির্বাচিত প্রার্থী সৌরজগত চাকমা বলেন, আমার বাবা একজন কৃষক, আমি গতবারেও পুলিশ নিয়োগের প্রার্থী ছিলাম কিন্তু যোগ্য না হওয়ায় চাকরি পায়নি।আজ আমি নিজের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত।
অভিভাবক রাজেন্দ্র চাকমা অভিব্যক্তিতে তিনি বলেন, আইজিপি মহোদয় এবং রাঙ্গামাটি পুলিশ সুপার মহোদয়ের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ তাই আজ আমার সন্তান এত সুন্দর প্রতিযোগিতামূলক তদবিরবিহীন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছে।