জেলা প্রশাসনের নির্দেশনায় হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান আজ সোমবার উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন।
অভিযানে তিনি ৬ ফার্মেসীকে ৯২ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন।
অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান জানান, বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে রেজিস্ট্রেশন বিহীন ওষুধের দোকান, ফ্রি স্যাম্পল, লাইসেন্সবিহীন ওষুধ রাখার অপরাধে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারা ভঙ্গের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই সময় উপজেলার নিউ মেডিসিন হাউসকে ৩০ হাজার, হাটহাজারী মেডিক্যাল হাউসকে ১২ হাজার, বি আলম ফার্সেসিকে ৩০ হাজার, পল্লী মঙ্গল ফার্মেসিকে ১০ হাজার, ফেরদৌস ফার্মেসিকে ৫ হাজার, আল মক্কা ফার্মেসিকে ৫ হাজার টাকা সহ মোট ৬ প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ পরিচালক শফিকুল ইসলাম।এছাড়াও অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান।