সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে দ্বিতীয় দিনে রাঙ্গামাটিতে বেসামরিক প্রশাসন কে সহায়তা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি,ব্যাটলিয়ন আনসার ও পুলিশ।
শুক্রবার(২জুলাই)এ সময় তারা বিভিন্ন পয়েন্টে গাড়ী চেক করাসহ অকারণে যারা ঘোরাঘুরি করছে তাদের বাড়ীতে পাঠিয়ে দেয়। লকডাউন বাস্তবায়নে রাঙ্গামাটি জেলা প্রশাসনের বেশ কয়েকটি মোবাইল টিম শহরের বিভিন্ন অলি গলিতে কাজ করছে।
এছাড়া রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় পুলিশের কয়েকটি টিম থাকলেও মাঠে মোবাইল টিমে রয়েছে সেনাবাহিনী পাশাপাশি বিজিবি ব্যাটলিয়ন আনসার সহ বেশ কয়েকটি মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করতে দেখা গেছে। লকডাউন কার্যকরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের ৫টি মোবাইল টিম মাঠে কাজ করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশ, আর্মড ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত রয়েছেন।