রাউজানে ডা. শ্যামল ভট্টাচার্য্য (৬০) নামে এক হোমিওপ্যাথি চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে পৌরসভার কাশেম সুলতানা ফ্রি হোমিও দাতব্য চিকিৎসালয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
ডা. শ্যামল রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের নন্দীপাড়া এলাকার দেবদর্শন ভট্টচার্য্যের ছেলে।
আজ দুপুরে শ্যামলকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় কাউন্সিলর জানে আলম জনি পুলিশকে খবর দেন।
নিহতের স্ত্রী ইলা ভট্টাচার্য্য বলেন,আমার স্বামী সকাল ৯টায় ঘর থেকে বের হয়েছিল। দুপুরে ফোনে না পেয়ে চেম্বারের পাশে এক ব্যক্তিকে ফোন করে জানতে পারি তার মরদেহ ঝুলছে। এসে দেখি আমার স্বামীর পা মাটির সঙ্গে লাগানো। এটি হত্যা উল্লেখ করে তার স্বামীর স্মার্টফোন পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
রাউজান থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক অজয় দেব শীল বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হবে।