গোয়েন্দা পুলিশের অভিযানে নগরীর জামালখান চিটাগাং সিনিয়র ক্লাবের সামনে থেকে একজন ও তার স্বীকারোক্তি মতে লিচু বাগান বাই লেইন থেকে আরো একজনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার (৪ মার্চ) দিবাগত শেষ রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম ও বন্দর ) মোহাম্মদ আলী হোসেন’র সার্বিক তত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার একেএম মহিউদ্দিন সেলিম’র পিপিএম বিপিএম (বার) নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) প্রিটন সরকার এর নেতৃত্বে (টিম-৪১) এসআই (নিঃ) মোহাম্মদ একেএম মাহাবুবুল হক, এএসআই মোহাম্মদ শাহ্ সেলিম ও সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুমন দাস (৩৫) পিতা- মৃত হিমাংশু দাস, মাতা- মায়া দাশ, ঠিকানা- উকিল বিল্ডিং (৫ম তলা), শরীফ কলোনী, জামালখাঁন বাইলেইন/২৬০, থানা- কোতোয়ালী এবং মোহাম্মদ ইমরান হায়দার (৫৯), পিতা- মরহুম মৌলভী দিলবার জাহান, মাতা- মৃত ফিরোজা বেগম, ঠিকানা – ইনসিটিএব, ফিরোজা ভবন (৭ম তলা) ১৭০/ জামালখাঁন রোড, লিচুবাগান বাই লেইন, থানা- কোতোয়ালি, জেলা- চট্টগ্রাম। অভিযান পরিচালনাকারী দলের সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সুমন দাসের জিম্মা থেকে ৩ গ্রাম আইস উদ্ধার করা হয়। এসময় সে জামালখান সিনিয়র ক্লাবের সামনে রাস্তার উপর অবস্থান করছিল। অপর দিকে ২নং আসামীর শয়নকক্ষে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ৬ গ্রাম আইসসহ তাকে গ্রেপ্তার করা হয়।