কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে জেলের জালে ১৬০ কেজি ওজনের বিরল পাখি মাছ ধরা পড়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি ) দুপুর ১২ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলার চরের গভীর বঙ্গোপসাগরে মৌলভী আয়ুব নামে এক জেলের জালে ৪ মনের ১৬০ কেজি ওজনের একটি বিরল পাখি মাছ ও বিভিন্ন প্রকারের মাছও ধরা পড়ে।
বিরল পাখি মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা। স্থানীয় বাজারে মাছগুলোর চাহিদা না থাকায় টেকনাফ শহরের মাছের আড়তে নিয়ে যাওয়া হয়েছে।
জেলে মৌলভী আয়ুব জানান, দ্রুতগামী এ পাখি মাছ এর আগে কখনো আমার জালে ধরা পড়েনি।
এ ব্যপারে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার জানান, বিরল পাখি মাছ খেতে বেশ সুস্বাদু হওয়া দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর ইংরেজি নাম সেইল ফিশ।