“কৃষক বাচাও,দেশ বাচাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান জেলার আয়োজনে ১০ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল ৩ টায় জেলার বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ কৃষক লীগ মনোনীত চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হওয়ায় জেলা কৃষক লীগের পক্ষ হতে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা ও জেলা সদরের গরীব,অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সঞ্চালনায় এবং জেলা কৃষকলীগের সভাপতি বাবু প্রজ্ঞাসার বড়ুয়া পাপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর আলী ভূইঞা চৌধুরী,সহসভাপতি,বাংলাদেশ কৃষকলীগ,রেজাউল করিম রেজা,দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সদস্য সচিব চট্টগ্রাম বিভাগ,আরমান চৌধুরী,সহ-আন্তজাতিক বিষয়ক সম্পাদক,বাংলাদেশ কৃষকলীগ,মোতাহের হোসেন বাবুল,সদস্য জাতীয় কমিটি,বাংলাদেশ কৃষকলীগ,জেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক,লক্ষী পদ দাশ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,ওয়ার্ড আওয়ামীলীগ ও জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন জাতীর জনকের হাতে জন্ম নেয়া বাংলাদেশ কৃষকলীগ এশিয়ার সর্ববৃহৎ কৃষক সংগঠন।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন কৃষকলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন,মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশ এখন খাদ্যে সয়ং সম্পুর্নতা অর্জনের পথে এগিয়ে গিয়েছে।
কৃষক বাচলে দেশ বাচবে আর তাই এই কৃষি প্রধান বাংলাদেশে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ কৃষকলীগ কাজ করে যাচ্ছে।বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষকদের উন্নয়নের স্বার্থে ব্যাপক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে।মন্ত্রী কৃষকের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ভাবে কৃষকলীগের সকল নেতৃবৃন্দদের প্রতি সুসংগঠিত থাকার পরামর্শ দেন।
পরে জেলা কৃষকলীগের পক্ষ থেকে জেলা সদরের অসহায়,দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।