রেলওয়ে পূর্বাঞ্চলের বিজয়, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে পরিবর্তিত সময়সূচিতে চলবে।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাঞ্চলের প্রধান সহকারী পরিবহন কর্মকর্তা সাহেব উদ্দিন।
তিনি জানান, বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ছাড়বে সকাল ৯টায় , ময়মনসিংহ পৌঁছবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। উদয়ন এক্সপ্রেস ট্রেন সিলেট ছাড়বে রাত ৮টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছবে বিকেল ৫টায়। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ছাড়বে সকাল ৭টা ২০ মিনিটে, সিলেট পৌঁছবে বিকেল ৪টা ৩০ মিনিটে।
একইসঙ্গে ওইদিন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সাদা রেকগুলো বিজয় ও উপকূল এক্সপ্রেস ট্রেনে যুক্ত হচ্ছে। ময়মনসিংহ-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনে রেক পরিবর্তন হওয়ার পর কোচ হবে ১৪টি। এরমধ্যে শোভন চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি কোচ, এসি চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার ৫টি, নন-এসি চেয়ার ৫টি ও পাওয়ার কার একটি, ননএসি স্লিপার একটি ও পাওয়ার কার একটিসহ মোট ১৪ টি কোচ থাকবে এই ট্রেনে। উপকূল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার ৬টি, নন-এসি চেয়ার ৭টি ও পাওয়ারকার একটিসহ মোট ১৬টি কোচ থাকবে।
এরমধ্যে উপকূল এক্সপ্রেস ট্রেন নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যায় সকাল ৬টায়, ঢাকায় পৌঁছে ১১টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছাড়ে বিকেল তিনটা ২০ মিনিটে ও পৌঁছে রাত ৯টা ২০ মিনিটে। ময়মনসিংহ এক্সপ্রেস চট্টগ্রাম উদ্দেশে ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছে বিকেল ৫টা ৩০ মিনিটে। চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ৭টা ২০ মিনিটে ও ময়মনসিংহ পৌঁছে বিকেল তিনটা ৫৫ মিনিটে।