চট্টগ্রাম নগরীতে কোতোয়ালী থানার পুলিশ শনিবার সকালে দ্রুত পদক্ষেপে সিএনজি অটোরিকশায় ভুলে ফেলা ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮,৯০০ টাকা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সাইফুল ইসলাম (৩৯)। স্ত্রীসহ পরিবারের সঙ্গে যাত্রা করার সময় তিনি অসাবধানতাবশত সিএনজিতে থাকা ব্যাগে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা রেখে যান। পরে খুঁজেও ব্যর্থ হওয়ায় তিনি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানার ওসি মো. আবদুল করিম দ্রুত একটি টিম গঠন করেন। ইন্সপেক্টর (অপারেশনস) মীর মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজির রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করা হয়। অভিযান চালিয়ে চালককে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ব্যাগসহ সমস্ত মালামাল অক্ষত উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করি। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে।”
আর এইচ/