শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বৈধ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়:ডা. শাহাদাত হোসেন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশে একটি বৈধ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। নির্বাচন হতে হবে উৎসবমুখর পরিবেশে, যেখানে জনগণ দলমত নির্বিশেষে নিজ হাতে ভোট দিতে পারবে। তিনি অভিযোগ করেন, অতীতের নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ওয়াসা মোড়স্থ জমিয়তুল ফালাহ মসজিদের সামনে জাতীয়তাবাদী তরুণ দলের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা তরুণ দলের র‍্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল র‍্যালী ওয়াসা মোড় থেকে শুরু হয়ে আলমাস সিনেমা মোড়, কাজীর দেউরী, নুর আহমেদ সড়ক হয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে মেয়র বলেন, আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মের ভূমিকা হবে নির্ধারক। দেশের চার কোটি তরুণ ভোটার দীর্ঘ ১৬ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার তারা ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে।

তিনি বলেন, আমাদের ছেলেরা দীর্ঘদিন নির্যাতন নিপীড়ন, হামলা মামলা, কারাভোগসহ নানা প্রতিকূলতার শিকার হয়েছে। কিন্তু তবুও তারা মাঠে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছে। আমাদের বড় কোনো ভরসার প্রয়োজন নেই, পরীক্ষিত নেতাকর্মীরাই আমাদের শক্তি।

তিনি আরও যোগ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ২৩ দফা ভিশন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য প্রয়োজন একটি বৈধ সংসদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন।

আগামী ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন থেকেই প্রতিটি ওয়ার্ড, ব্লক ও কেন্দ্রকে গুছিয়ে নিতে হবে। খেটে খাওয়া সাধারণ মানুষের দল হিসেবে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে। তরুণ, যুব ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কেন্দ্রীয় তরুণদলের সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক লায়ন রাসেল মির্জার সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর তরুণ দলের সদস্য সচিব মোহাম্মদ ওমর কাইয়ুমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব হানিফ সওদাগর, সাবেক হকার্স বিষয়ক সম্পাদক আবদুল বাতেন, তরুণদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জিয়াউল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় তরুণদলের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ। বক্তব্য রাখেন মহানগর তরুণদলের আহবায়ক এডভোকেট আবু হানিফ নিহাদ, সি. যুগ্ম আহবায়ক লায়ন মুসলিম ফারুক, উত্তর জেলা তরুণদলের আহবায়ক নাহিদুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব শরীফ হোসেন মাসুদ, সি. যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন, দক্ষিন জেলা তরুণদলের সাবেক সি. সহ সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক তাহের সিকদার সহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কারকাজ চালিয়ে যাচ্ছি: জাতিসংঘে প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি...

পাচার হওয়া সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করাই বর্তমানে অন্যতম...

ইনানী সমুদ্রসৈকতে ভেসে যাওয়া পাঁচ পর্যটক জীবিত উদ্ধার

কক্সবাজারের ইনানী সৈকতে স্রোতের টানে ভেসে গিয়ে মৃত্যুর মুখ...

চকরিয়ার বড় করবস্থানের সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তির শেষ নেই

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বড় কবরস্থানের সড়কটি মরণ...

৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির...

ইলিশ ধরতে গিয়ে আনোয়ারায় বঙ্গোপসাগর অংশে জেলে নিখোঁজ

চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকা...

আরও পড়ুন

ইলিশ ধরতে গিয়ে আনোয়ারায় বঙ্গোপসাগর অংশে জেলে নিখোঁজ

চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে মো. আরিফ (২২) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার...

কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া মানাসলু জয় বাবর আলীর

কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ (২৬,৭৮১ ফুট উচ্চতা) জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টা...

দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে জামায়াতে ইসলামী: মাহমুদুল হাসান

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের রাজনীতি...

চট্টগ্রামে সিএনজিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া এক ব্যবসায়ীর নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ উদ্ধার করা হয়েছে।পুলিশ সুত্রে...