শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ইলিশ ধরতে গিয়ে আনোয়ারায় বঙ্গোপসাগর অংশে জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে মো. আরিফ (২২) নামে এক জেলে নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম মো. আরিফ (২২)। তিনি রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে আরিফ সবার বড়। তিন বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার ঘরে দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। পরিবার নিয়ে জুঁইদন্ডী এলাকায় বসবাস করতেন আরিফ। দীর্ঘদিন ধরে মাছ ধরার পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে চারজন জেলে নিয়ে একটি কাঠের নৌকা বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে রওনা দেয়। নৌকায় উঠার সময় হঠাৎ পা পিছলে আরিফ পানিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা উদ্ধার চেষ্টা চালালেও পানির স্রোতে তিনি দ্রুত তলিয়ে যান। প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানা পুলিশকে অবহিত করে।

স্থানীয় বাসিন্দা মো. আবু ছৈয়দ বলেন, দুপুর আনুমানিক দুইটার দিকে তারা সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নৌকায় ওঠার সময় আরিফ হঠাৎ পড়ে যান। আমরা নৌকা দিয়ে ও বিভিন্নভাবে অনেক চেষ্টা করেছি, কিন্তু পানির স্রোত এত তীব্র ছিল যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে।

নিখোঁজ জেলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী মাছ ধরেই সংসার চালাতো। আমার দুই বছরের বাচ্চা আছে। ওকে ছাড়া আমি কীভাবে বাঁচবো?

বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ বলেন, আমরা খবর পেয়েছি। আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যত দ্রুত সম্ভব নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালানো হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার বড় করবস্থানের সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তির শেষ নেই

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বড় কবরস্থানের সড়কটি মরণ...

৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির...

জাতিসংঘ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যুক্তরাষ্ট্র সময় শুক্রবার (২৬...

কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া মানাসলু জয় বাবর আলীর

কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ (২৬,৭৮১...

দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে জামায়াতে ইসলামী: মাহমুদুল হাসান

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দক্ষিণ...

চট্টগ্রামে সিএনজিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে...

আরও পড়ুন

চকরিয়ার বড় করবস্থানের সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তির শেষ নেই

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বড় কবরস্থানের সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে মানুষের ভোগান্তির শেষ নেই। ঢেমুশিয়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থানের যাতায়াতের অন্যতম মাধ্যম...

৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে...

কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া মানাসলু জয় বাবর আলীর

কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ (২৬,৭৮১ ফুট উচ্চতা) জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টা...

দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে জামায়াতে ইসলামী: মাহমুদুল হাসান

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের রাজনীতি...