চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বৃহস্পতিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “বুধবার রাতে পৌরসভার মুন্সেফ বাজার কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রঘুপুর এলাকার মো. রনি ও চৌদ্দগ্রাম থানার নাটাপাড়া এলাকার মো. কামালকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছিলাম, কুমিল্লা থেকে কক্সবাজার গাঁজা পাচার করা হচ্ছে। রাত সাড়ে ১০টায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়। কক্সবাজারমুখী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের পাশে বসা ব্যক্তির তথ্য অনুযায়ী গাড়িতে থাকা কাঁচা সবজির ভেতর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।”
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর এইচ/