শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

“অল্প উদ্যোগেই সন্দ্বীপবাসীর বড় সমস্যার সমাধান সম্ভব: চসিক মেয়র”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সন্দ্বীপের লঞ্চঘাটে জোয়ার এলে ঘাট পানিতে তলিয়ে যায়। এ সমস্যা নিরসনে আরও কিছু কাজ প্রয়োজন হলেও ইতোমধ্যে বেশ কিছু উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সামান্য উদ্যোগ নিলেই সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তির সমাধান হয়ে যাবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে শহরে বসবাসকারী সন্দ্বীপবাসীর মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র শাহাদাত হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, বিএনপি ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সন্দ্বীপবাসীর সব সমস্যার সমাধান হবে। উন্নয়নের জন্য আমরা নানা কনসেপ্ট নিয়ে কাজ করছি।”

তিনি হালিশহরের ভোগান্তির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ওয়াসার অনুমতিহীন কাজের কারণে সেখানে সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে সমাধানের জন্য ওয়াসাকে একাধিকবার বলা হয়েছে। এছাড়া হালিশহরের বিডিআর মাঠে ওয়াকওয়ে, এইচ ব্লকের মাঠের সৌন্দর্যবর্ধন এবং একটি বড় কিচেন মার্কেট নির্মাণের কাজ চলছে, যা স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “সন্দ্বীপ একটি ঐতিহ্যবাহী জনপদ। এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। চট্টগ্রামের উন্নয়নেও সন্দ্বীপবাসীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন এবং পরিচালনা করেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের, এ্যাব চট্টগ্রাম শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক পিপি, মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর।

এ ছাড়া মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন দিদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকবর হোসেন ভুইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, মহানগর মহিলাদলের সহ সভাপতি সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, নাসিমা আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে সিএনজিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে...

চট্টগ্রামে ভাবীর ১০ ভরি সোনা চুরির মামলায় দেবর গ্রেপ্তার

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় প্রবাসী বড় ভাইয়ের বাসা থেকে ১০...

‘দেশের দ্বিতীয় গজব এখন অন্তর্বর্তী সরকার’: কর্ণেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্ণেল (অব.) অলি আহমদ...

“মাদারবাড়ী শুভপুরে রাস্তায় প্রাণ গেল ট্রান্সপোর্ট ব্যবসায়ীর”

চট্টগ্রাম নগরীর মাদারবাড়ী এলাকায় ট্রাকচাপায় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত...

পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন...

পটিয়া থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুইজনকে...

আরও পড়ুন

চট্টগ্রামে সিএনজিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া এক ব্যবসায়ীর নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ উদ্ধার করা হয়েছে।পুলিশ সুত্রে...

চট্টগ্রামে ভাবীর ১০ ভরি সোনা চুরির মামলায় দেবর গ্রেপ্তার

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় প্রবাসী বড় ভাইয়ের বাসা থেকে ১০ ভরি ৪ আনা স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও ১ হাজার ৬০০ দিরহাম (বাংলাদেশি টাকায়...

‘দেশের দ্বিতীয় গজব এখন অন্তর্বর্তী সরকার’: কর্ণেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন , রাষ্ট্র পরিচালনা করতে গেলে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা থাকতে হয়। এখন...

“মাদারবাড়ী শুভপুরে রাস্তায় প্রাণ গেল ট্রান্সপোর্ট ব্যবসায়ীর”

চট্টগ্রাম নগরীর মাদারবাড়ী এলাকায় ট্রাকচাপায় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাদারবাড়ী শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় এই...