পটিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মোঃ মোবারক হোসেন(২৭) নামে একজনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম থানা এলাকা তাকে গ্রেফতার করা হয় । সে আলীকদম সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আনোয়ার বাঙ্গালীর বাড়ীর দানু সর্দার পাড়ার দম্পতি -মোঃ আনোয়ার হোসেন বাঙ্গালী ও জাহানারা বেগম সন্তান।
পুলিশ সুত্রে জানাযায়,২০ ( সেপ্টেম্বর) রাত ৭টার দিকে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মেইন গেইটের বিপরীতে সামনের রাস্তা থেকে মোঃ ইকবাল হোসেন (২৭ ) এর (টিভিএস আরটিআর ) মোটোরসাইকেল চুরি হয় যার বাজার মূল্য ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার )। (২৩ সেপ্টেম্বর ) এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হলে পটিয়া থানা বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধিকে আটক করে এবং চুরি হওয়া মোটরসাইকেল টি উদ্ধার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) যশ চাকমা বলেন, মোটরসাইকেল চুরি হওয়া বিষয়ে থানায় মামলা দায়ের হলে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এবং মোটরসাইকেল কি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নিউজ/ এসডি/