চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্র জানায়, চাঁদাবাজির অভিযোগ ঘিরে সোমবার রাতে জামায়াতে ইসলামী ও স্থানীয় ছাত্রজনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তারা ২৪ ঘণ্টার মধ্যে চাম্বল ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি কফিল উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেয়।
এরই জেরে মঙ্গলবার রাতে বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে চাম্বল বাজার এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছিল। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এছাড়া আরও কয়েকজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। আহতদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই জামায়াত-শিবিরের কর্মীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
এ বিষয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, “দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আর এইচ/