চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে যুব রেড ক্রিসেন্টের দুইদিনব্যাপী “১ম ফুটব্যাটেল টুর্নামেন্ট – ২০২৫”। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকায় অবস্থিত এশিয়ান স্পোর্টস জোনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ক্রীড়া প্রতিযোগী অংশ নিচ্ছেন। ফুটবল এবং ব্যাডমিনটন—এই দুটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতা। প্রথম দিনেই খেলোয়াড়, দলসমূহ ও রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ভিন্নরকম উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকী মাসুদ বলেন, “যুব স্বেচ্ছাসেবকদের সামাজিক কাজের পাশাপাশি ক্রীড়া মনোভাব ও টিম বন্ডিং গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দিন ও নিজাম উল আলম খান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এলামনাই সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম তামজীদ, প্রশাসন-সংগঠন ও নিয়োগ প্রধান দীপ্ত ভট্টাচার্যসহ শতাধিক যুব স্বেচ্ছাসেবক, সিনিয়র স্বেচ্ছাসেবক ও প্রতিযোগী দলসমূহ।
“কিক ফর কাইন্ডনেস” স্লোগানকে সামনে রেখে উদ্বোধন ঘোষণা করা হয় এ টুর্নামেন্টের।
আর এইচ/