চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. রিয়াজ উদ্দিন (২৬) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ফ্লাইওভারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার রবি আলীর বাড়ির মুহাম্মদ মোস্তাফা আলীর পুত্র। তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি একটি খাবার সরবরাহ প্রতিষ্ঠানে চাকরি করতেন। শনিবার রাতে বাইসাইকেলযোগে খাবার ডেলিভারি শেষে মনছুরাবাদ বাসায় ফেরার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারান।
নিহতের ছোট ভাই মো. আরিফুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে ফোন পেয়ে তারা জানতে পারেন রিয়াজ দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। “আমরা দ্রুত হাসপাতালে গেলে সেখানে ভাইয়ের মরদেহ পাই,” বলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়তলী বাজারের দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা (চট্ট মেট্টো-খ-১৩-৪৫৭৯) বাইসাইকেল আরোহী রিয়াজকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে সিএনজি চালকই তাকে হাসপাতালে নিয়ে গেলেও পরে কৌশলে পালিয়ে যায়।
ডবলমুরিং মডেল থানার ওসি বাবুল আজাদ বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত রিয়াজের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আমরা গাড়ির নম্বর সংগ্রহ করেছি এবং চালকের পরিচয়ও শনাক্ত করা হয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।”
আর এইচ/