রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে লাখো আশেকে রাসূলের অংশগ্রহণে ৫৪তম জশনে জুলুস শুরু

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেশের বৃহত্তম ধর্মীয় শোভাযাত্রা—ঐতিহ্যবাহী ৫৪তম জশনে জুলুস—চট্টগ্রামে শুরু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুসটি যাত্রা শুরু করে।

লাখো আশেকে রাসূলের অংশগ্রহণে আয়োজিত এ জুলুসে নেতৃত্ব দিচ্ছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশিন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)। বৃহস্পতিবার থেকেই তারা চট্টগ্রামে অবস্থান করছেন।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের জুলুস। আয়োজকরা জানিয়েছেন, শরিয়ত সম্মত পরিবেশ বজায় রাখতে ড্রাম সেট বাজানো, নারীর অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “রাসুল (সা.)-এর শুভাগমনের পনেরশ’ বছর পূর্তি হচ্ছে এ বছর। একইসঙ্গে আনজুমান ট্রাস্ট শতবর্ষে পদার্পণ করেছে। বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে খ্যাত এ জুলুস এখন চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।”

গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব ও মানবিক কার্যক্রমের প্রধান সমন্বয়ক মোছাহেব উদ্দিন বখতিয়ার জানান, ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল থেকে চট্টগ্রামে প্রথম জশনে জুলুসের সূচনা হয়। গাউসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ.)-এর দিকনির্দেশনায় বলুয়ারদীঘি পাড় খানকাহ শরিফ থেকে আনজুমান সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে এসে শেষ হয়েছিল প্রথম আয়োজন।

এদিকে, জুলুসকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম নগরী। ষোলশহর, বিবিরহাট, মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেট ও জিইসি এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়। বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে সুদৃশ্য তোরণ, সাঁটানো হয়েছে ব্যানার-ফেস্টুন এবং সড়কের দুপাশে পুঁতে দেওয়া হয়েছে পতাকা। অস্থায়ী দোকানে বিক্রি হচ্ছে খাবারসহ নানা পণ্য। পাশাপাশি স্বেচ্ছাসেবীরা জুলুসে অংশগ্রহণকারীদের শরবত বিতরণ করছেন।

পুরো শোভাযাত্রা ঘিরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে।

জুলুসে অংশ নিতে আসা আমিনুল ইসলাম বলেন, “পটিয়া থেকে এসেছি। প্রতিবছরই জুলুসে অংশ নিই। এই দিনটির অপেক্ষায় থাকি।”

অন্যদিকে ট্রাকে করে পানি বিতরণ করছিলেন নূর আলম। তিনি জানান, “সওয়াবের উদ্দেশে পানি বিলি করছি। আশেকে রাসূলদের জন্য আজ বড় আনন্দের দিন।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বর্ণাঢ্য র‍্যালি

বোয়ালখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং বিশ্বঅলি শাহানশাহ হযরত...

কক্সবাজারে শিশু আইন বিষয়ক সেমিনারে তিন জেলার স্টেকহোল্ডার

কক্সবাজারে ‘শিশু আইন, ২০১৩ঃ সংশয়, বিভ্রান্তি ও অসংগতি’ শীর্ষক...

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারির পরও সংঘর্ষে আহত ২৭, হাজারও পর্যটক আটকা

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে...

পূজার্থীরা যাতে নিরাপদ পরিবেশে পূজা পালন করতে পারে সরকারের সর্বাত্মক প্রচেষ্ঠা থাকবে 

মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই- আজম বীরপ্রতীক বলেছেন, এইবারের পূজাই...

চট্টগ্রামে পাথরঘাটা ষোড়শীকুঞ্জ পূজামন্ডপে এবার পুজোর থিম করা হয়েছে “আড়াল”

সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। এই বড়...

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান...

আরও পড়ুন

বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বর্ণাঢ্য র‍্যালি

বোয়ালখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৭ তম উরস শরিফ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মিলাদ...

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারির পরও সংঘর্ষে আহত ২৭, হাজারও পর্যটক আটকা

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে ২৭ জন আহত হয়েছে।শনিবার রাত ৯ টায়...

পূজার্থীরা যাতে নিরাপদ পরিবেশে পূজা পালন করতে পারে সরকারের সর্বাত্মক প্রচেষ্ঠা থাকবে 

মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই- আজম বীরপ্রতীক বলেছেন, এইবারের পূজাই পূজার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পালন করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্ঠ...

চট্টগ্রামে পাথরঘাটা ষোড়শীকুঞ্জ পূজামন্ডপে এবার পুজোর থিম করা হয়েছে “আড়াল”

সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। এই বড় উৎসবে দারিদ্রতা ও সামর্থ্যহীন এর কারণে বেশি সংখ্যক মানুষ পুজোর সাথে সম্পৃক্ততা হতে পারে না।...