খাগড়াছড়ির রামগড়ে মা মেয়ে জোড়া খুনের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও মামলা হয়নি। পুলিশ মামলা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করলেও স্বজনরা আসেনি।
খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, এ ঘটনায় এখনও মামলা না হলেও তদন্ত করছে পুলিশ। স্বজনদের খবর দেয়া হয়েছে তারা আসলে মামলা হবে।
গেল বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রামগড় পৌর এলাকার বাগান টিলা গ্রামের বাড়ি থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে চট্টগ্রাম থেকে পুলিশের ক্রাইম সিন ও পিবিআই এর ইউনিট ঘটনাস্থলে এসে মামলার তদন্ত কাজে যুক্ত হয়। এখনও আনুষ্ঠানিক ভাবে হত্যাকাণ্ডের কোন কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আর এইচ/