সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিক, ৭ দিন পর বন্ধ করা হলো সব জলকপাট

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসায় টানা ৭ দিন চালু থাকার পর মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। সকাল ৮টায় বাঁধের জলকপাটগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

এর আগে, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় গত ৫ আগস্ট দিবাগত রাত ১২টার পর বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। তখন প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিঃসৃত হচ্ছিল। পরবর্তীতে হ্রদের পানির চাপ আরও বাড়ায় ধাপে ধাপে গেট খোলার পরিমাণ বাড়ানো হয়।

সর্বশেষ গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় ১৬টি জলকপাট সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়। এতে করে প্রতিসেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়। তবে হ্রদের পানি স্তর ধীরে ধীরে কমে আসায় গেট খোলার পরিমাণও হ্রাস করা হয় এবং আজ সব জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, জলকপাট বন্ধ থাকা সত্ত্বেও বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে দৈনিক ২১৫ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে করে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি ব্যবহৃত হচ্ছে।

মঙ্গলবার সকালে কাপ্তাই হ্রদের পানির স্তর রেকর্ড করা হয়েছে ১০৭.০৫ ফুট এমএসএল (Mean Sea Level), যেখানে হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, “বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় হ্রদের পানির স্তর কমছে। তাই গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে হ্রদের পানি আবার বাড়লে গেট খুলে দেওয়ার প্রয়োজন হতে পারে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্গাপূজায় এবার আইনশৃঙ্খলা জোরদার, ৩৩ হাজার মণ্ডপে নিরাপত্তা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদ ও গাঁজার আসর বসানো...

নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল কারখানার সন্ধান, ফ্যাক্টরি সিলগালা

চট্টগ্রামে পানির ফ্যাক্টরির আড়ালে নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল তৈরির...

উজান ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি : খুলে দেওয়া হলো ১৬টি জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি...

চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিক খুন, ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

চট্টগ্রামের বাকলিয়া থানার শান্তিনগর এলাকায় চাঁদা না দেওয়ার বিরোধে...

চট্টগ্রামে প্রথমবার চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা”

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি।...

রামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণ 

খাগড়াছড়ি রামগড়ে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বিডি ০৫১৫...

আরও পড়ুন

নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল কারখানার সন্ধান, ফ্যাক্টরি সিলগালা

চট্টগ্রামে পানির ফ্যাক্টরির আড়ালে নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল তৈরির কারখানার সন্ধান মিলেছে।সংশ্লিষ্ট ফ্যাক্টরির নাম ‘সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’, যা বিএসটিআই অনুমোদন ছাড়াই পানির প্রক্রিয়াকরণ...

উজান ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি : খুলে দেওয়া হলো ১৬টি জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি আবারো হু-হু করে বেড়ে যাওয়ায় রাঙামাটির নিম্নাঞ্চলগুলোতে চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় অর্ধলাখ পরিবার প্রভাবিত...

চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিক খুন, ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

চট্টগ্রামের বাকলিয়া থানার শান্তিনগর এলাকায় চাঁদা না দেওয়ার বিরোধে শাহজাহান মিয়া ওরফে সাজন মিয়া (৪৭) নামে এক গ্যারেজ মালিককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।...

চট্টগ্রামে প্রথমবার চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা”

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ২ নম্বর গেটে অবস্থিত বিদ্যানন্দ দাতব্য...