রবিবার, ২৫ মে ২০২৫

শেখ হাসিনার আমলের সব নির্বাচন বাতিল করতে হবে: নাহিদ ইসলাম

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার আমলের সব নির্বাচন বাতিল করতে হবে। সেই সময়ের বিরোধী দলগুলোও এসব নির্বাচন প্রত্যাখ্যান করেছিল। এখন এগুলো আদালতে নিয়ে বিশৃঙ্খলার কোনও মানে হয় না।

শনিবার (২৪ মে) রাতে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এনসিপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

দাবিগুলোর মধ্যে অন্যতম হলো – শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করা। এছাড়াও, নির্বাচন কমিশনের ওপর আস্থা না থাকায় কমিশন পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি।

সাংবাদিকদের সামনে জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পুনর্বাসনের ধীরগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম এবং পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজনের মাধ্যমে নাগরিক দুর্ভোগ লাঘবের ওপরও জোর দেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘উনি ক্ষমতা নিতে চাননি, আমরাই উনাকে ক্ষমতায় বসিয়েছি। উনি যখন দায়িত্ব নিয়েছিলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। কিন্তু তিনি কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হওয়ায় হতাশা ব্যক্ত করেন। তবে আমরা উনাকে বুঝিয়েছি, উনি যেন সকল কিছু বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে লক্ষ্য রেখে যেন কাজ করে যান। ’

এনসিপির এ নেতা বলেন, পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটা দাবি ছিল আমাদের যেটা ৩০ দিনের ভেতরে বাস্তবায়ন করার কথা ছিল। এ বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, জুলাই আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়টিও ধীরগতির ছিল। আর এই আর্থিক বিষয়টা যেন সঠিকভাবে হয় সেই বিষয়ে প্রধান উপদেষ্টা কে আমরা বলেছি।

সাবেক এই উপদেষ্টা বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। তাই এই নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি জানিয়েছি। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য দ্রুত আয়োজন করা হয় সে বিষয়ে দাবি জানিয়েছি। এর ফলে যে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে জনগণ যে দুর্ভোগ পৌঁছে সেটি সমাধান হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, আরেকটি বিষয়ে আলোচনা হয়েছে, শেখ হাসিনার আমলে যে সকল নির্বাচন হয়েছিল সেগুলো বিতর্কতা ছিল। তাই সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার কাছে বলেছি।

নাহিদ ইসলাম বলেন, সর্বশেষ যে কথা হয়েছে তার মধ্যে ছিল সংস্কার এবং জুলাই অভ্যুত্থানের প্রোক্লেমেশনের বিষয়ে সরকার যেন একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে যে এক সকল ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছেন তারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না। এ বিষয়ে আমরা আজকে স্পষ্ট করেছে। তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে আজকে বলেছি উনি যেন দায়িত্বে থাকেন এবং দায়িত্বে থেকে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের কাজ করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চন্দনাইশে অস্ত্রসহ একাধিক মামলার আসামি আটক 

চন্দনাইশে অভিযান চালিয়ে জুবায়ের আরেফিন (২৮) নামে এক যুবককে...

মীরসরাইয়ে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

চট্টগ্রামের মীরসরাইয়ে র‍্যাব-৭  অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১০০...

শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরের মৃত্যু 

চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে...

নির্বাচন ও সংস্কারের ‘রোডম্যাপ’ দরকার: যমুনা থেকে বেরিয়ে জামায়াতের আমির

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনসহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,...

মহালছড়িতে ‌’বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোহাম্মদপুর অনির্বাণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো...

আরও পড়ুন

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনসহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তাছাড়াও বিতর্কিতদের সরিয়ে...

কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ায় আইসক্রিম তৈরি করায় একটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (২৪ মে) বিকেলে...

ওরা সিএনজি চুরি করে সিএনজির রুপ পরিবর্তন করে বিক্রি করতো

ওরা সিএনজি চুরি করে-চোরাই সিএনজির রূপ পুরোপুরি পরিবর্তন করে বিক্রি করতো। এরপর সে সিএনজিগুলো ক্রয় করতো আরেকটি গ্রুপ। চুরি করা সিএনজির গুলোর ইঞ্জিন নাম্বার,...

চান্দগাঁও পুলিশের অভিযান, বিভিন্ন মামলায় তিনজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও পুলিশের অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৪ মে) সকালে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি...