চন্দনাইশে অভিযান চালিয়ে জুবায়ের আরেফিন (২৮) নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ধর্ষণ চেষ্টা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
রবিবার (২৫ মে) ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জুবায়ের উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগর পাড়া এলাকার মোঃ জাফরের ছেলে।
প্রশাসনসূত্রে জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে গভীর রাতে অভিযান চালিয়ে আসামির বাড়ি থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, রামদা, চাকু, মোবাইল ও নগদ টাকাসহ জুবায়ের আরেফিনকে আটক করে চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটককৃতকে আদালতে সোপর্দ করা হবে।
আর এইচ/