চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ রবিবার সকাল ৮টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন।
নিহত আকবর চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে।
এর আগে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে আটটার দিকে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় তাকে এলোপাতাড়ি গুলি করা হয়। এসময় এক শিশু এক দর্শনার্থীও গুলিবিদ্ধ হন।
হাসপাতালে আসা স্বজনদের দাবি, কারাগারে বন্দী আরেক শীর্ষ ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনের অনুসারীরা তাকে গুলি করেছে। এতে তার শরীরে ৬টি গুলি লাগে।
তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। ‘সন্ত্রাসী’ সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত আকবর। আকবর নগরের আরেক শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার অনুসারী। বাবলা বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী আলোচিত এইট মার্ডার মামলার আসামি সাজ্জাদ হোসেন খানের প্রতিপক্ষ হিসেবে তার শিষ্য ছোট সাজ্জাদের সঙ্গে বিরোধ চলছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় রাত আটটার দিকে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আকবর। ওই সময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে আকবরকে লক্ষ্য করে। গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়। পরে গুলিবিদ্ধ আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় মহিম ইসলাম রাতুল নামে ৮ বছরের আরও একজন শিশু ও জান্নাতুল বাকী নামে একজন দর্শনার্থীও গুলিবিদ্ধ হয়। রাতুলকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ শিশু রাতুল পতেঙ্গা সৈকতের কুসুম বেগমের ছেলে। তাদের ছোট একটি চা দোকান রয়েছে সেখানে। খেলতে গিয়ে সন্ত্রাসীদের গোলাগুলির মাঝখানে পড়ে যান রাতুল। তবে গুলিবিদ্ধ জান্নাতুল বাকি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরী করেন। তবে তিনি কোথায় আছেন তা জানা যায়নি।
গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে গ্রেপ্তার হন সন্ত্রাসী সাজ্জাদ। এরপর ২৯ মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে দুজন নিহত হন। তবে বেঁচে যান কারে থাকা ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন বাবলা। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এক আসামি আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, সাজ্জাদকে ধরিয়ে দেওয়াসহ পাঁচ কারণে ক্ষুব্ধ হয়ে তারা সরোয়ারকে লক্ষ্য করে গুলি করেছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত আজ সকালে করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
পুলিশ সূত্র জানায়, সাজ্জাদ কারাগারে আটক থাকলেও তার অনুসারী বেশির ভাগ ‘সন্ত্রাসী’ এখনো ধরা পড়েনি৷