খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশন এর নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৮ম পর্যায় প্রকল্প দ্রুত অনুমোদন দিয়ে চালু, বকেয়া বেতন পরিশোধ সহ ৫ দফা দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা কর্মচারীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে থেকে চলতি বছরের জানুয়ারী থেকে প্রকল্প অনুমোদন দেখিয়ে ইদুল আযহার আগে বকেয়া বেতন ভাতা পরিশোধ, ৩য় থেকে ৭ম পর্যায়ের জনবলকে দিয়ে ৮ম পর্যায়ের প্রকল্প চালু করা সহ যৌক্তিক দাবি আদায়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
আর এইচ/