চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা সরাইপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহের পাশে একটি মদের বোতল আর একটি ফোন পাওয়া গেছে। পুলিশ বলছে, মদ্যপান করে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তাদের প্রাথমিক ধারণা।
শনিবার সকাল ১১টার দিকে সরাইপাড়া লোহারপুল এলাকার একটি পরিত্যাক্ত ঘর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
এই ব্যাপারে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ চট্টগ্রাম নিউজকে বলেন, আমরা লাশের এখনো পরিচায় জানতে পারিনি। নানা ভাবে চেষ্টা করছি উনার পরিচয় জানার জন্য। একটি পরিত্যক্ত ঘর থেকে এই মরদেহটি উদ্ধার করেছি। ওই ঘরে কেউ থাকেনা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা ধারনা করছি মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের। শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহটির পাশে একটি খালি মদের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় এবং পুলিশের ধারনা অতিরিক্ত মদ্যপান করার কারণে মারা যেতে পারেন।
আর এইচ/