দীর্ঘদিন পর কোনো প্রকার বাধা ছাড়াই চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশ’।
শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে শুরু হয় এ সমাবেশ। তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে, সকাল থেকে বিএনপির তিন সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ৯৯ উপজেলা থেকে পলোগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিচ্ছেন। মিছিলগুলোতে নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
দলটির নেতাদের দাবি, এটি হবে কয়েক লক্ষ তরুণের অংশগ্রহণে একটি ঐতিহাসিক ও ‘হাসিনামুক্ত’ মহাসমাবেশ- যা তারুণ্যের অধিকার আদায়ের সংগ্রামে নতুন মাত্রা যোগ করবে।
যুবদলের শাহজাহান বলেন, দীর্ঘদিন পর আমরা স্বৈরাচারমুক্তভাবে মহাসমাবেশ করতে পারছি। আগের যেকোনো সমাবেশেই বাধা এসেছে। এবার পরিস্থিতি আলাদা। এজন্য নেতাকর্মীদের ভেতরে আলাদা উচ্ছ্বাস কাজ করছে।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী রাশেদ বলেন, আগে আমাদের কথা বলার অধিকার ছিল না। এবার আমরা নেতাদের কথা শুনব, নিজেরা বলার সুযোগও পাব। তাই এ আয়োজন ঘিরে বড় প্রত্যাশা আমাদের।
আর এইচ/