শনিবার, ১০ মে ২০২৫

তীব্র তাপদাহে পুড়ছে দেশ, যা বললো আবহাওয়া অধিদপ্তর 

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

তীব্র তাপদাহে পুড়ছে দেশ। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। রাজধানী ঢাকায়ও রেকর্ড হয়েছে চলতি বছরের সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাপপ্রবাহ চলছে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহের প্রায় সর্বত্র।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবারের চেয়ে গতকাল তাপপ্রবাহ দেশের আরও বেশি এলাকায় ছড়িয়েছে। এ অবস্থা আরও অন্তত দুই দিন থাকতে পারে। বৃষ্টি না হলে তাপপ্রবাহ কমার তেমন সম্ভাবনা নেই।

দেশে সবচেয়ে বেশি গরম থাকে এপ্রিল মাসে। এ মাসে গড় তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মে মাস হলো দেশের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস। এ সময় গড় তাপমাত্রা থাকে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দুপুর ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৪ শতাংশ, যা গরমের অনুভূতি আরও তীব্র করে তুলেছে। এর আগে চলতি বছর গত ২৮ মার্চ চুয়াডাঙ্গায় এবং ২৩ এপ্রিল যশোরে সর্বোচ্চ ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এদিকে  শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে চলতি মৌসুমের সবচেয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা( bwot)

সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সময়কে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ সময় নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া ও মেহেরপুরে প্রায় তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসব অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, বরিশাল, গোপালগঞ্জ, রাজবাড়ী, বগুড়া ও পাবনা অঞ্চলেও তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে।

রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়ও তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে।বিশেষত নোয়াখালী, ফেনী, কুমিল্লা, রাঙামাটি, সীতাকুণ্ড ও চাঁদপুরে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস সূত্র বলছে, দেশের উষ্ণতম মাস এপ্রিল এবার ততটা উষ্ণ ছিল না। চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু গত বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। এ মাসে এত গরম কেন– এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘এই তাপমাত্রা মে মাসে একেবারে অস্বাভাবিক না। এপ্রিল মাসে গরম অপেক্ষাকৃত কম ছিল; কারণ পশ্চিমা লঘুচাপ সক্রিয় থাকার কারণে ওই মাসে মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। কিন্তু পশ্চিমা লঘুচাপের প্রভাব আপাতত নেই। দুই থেকে তিন দিন পর পশ্চিমা বায়ু আবার সক্রিয় হবে। তার প্রভাবে বৃষ্টি বাড়তে পারে।’

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি যানজট

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সীতাকুণ্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ...

চট্টগ্রামে একাধিক মামলার পলাতক চার আসামি গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  কোতোয়ালীতে একাধিক মামলার পলাতক...

কর্ণফুলীতে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ পিতা আটক

কর্ণফুলীতে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ পিতাকে গ্রেফতার করেছে ...

ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন...

আনোয়ারায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে  (১০ মে শনিবার ) চট্টগ্রাম ও...

“অবৈধ দখলে কোন ছাড় নয়” – কর্ণফুলী নিয়ে সিএমপি কমিশনার

কর্ণফুলী নদী দখলমুক্ত করতে এবার আর কোনো ছাড় নয়—সাফ...

আরও পড়ুন

সীতাকুণ্ডে অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি যানজট

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সীতাকুণ্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের এই অবরোধ কর্মসূচির ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উভয় পাশে প্রায়...

চট্টগ্রামে একাধিক মামলার পলাতক চার আসামি গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  কোতোয়ালীতে একাধিক মামলার পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ মে রাত ৯টা থেকে ৯ মে সকাল ৮টার মধ্যে...

কর্ণফুলীতে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ পিতা আটক

কর্ণফুলীতে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ পিতাকে গ্রেফতার করেছে  পুলিশ।শুক্রবার (৯ মে) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইছানগর এলাকার মিন্টু সওদাগরের ভাড়া...

“অবৈধ দখলে কোন ছাড় নয়” – কর্ণফুলী নিয়ে সিএমপি কমিশনার

কর্ণফুলী নদী দখলমুক্ত করতে এবার আর কোনো ছাড় নয়—সাফ জানিয়ে দিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।তিনি বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে...