আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সীতাকুণ্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের এই অবরোধ কর্মসূচির ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ শুরু হয়, যা চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। পরে হাইওয়ে ও থানা-পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সড়কে বসে নানা স্লোগান দিতে থাকেন এবং বেঞ্চসহ রাস্তার ওপর অবস্থান নেন, ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। সীতাকুণ্ড পৌর সদর থেকে উভয়দিকে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়, এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা ও চালকরা।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে তারা পুলিশের অনুরোধে রাস্তা ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।”
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, “রাত পৌনে ৯টার দিকে অবরোধ শুরু হয় এবং সাড়ে ১০টার দিকে তা প্রত্যাহার করা হয়। পরে আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করি।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত আন্দোলনকারীদের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা পাওয়া যায়নি।.
আর এইচ/